নৌযান থেকে ফেলা বর্জ্যের কারণে দেশের সব নদী বন্দরগুলো দূষণ হচ্ছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে মোংলা বন্দরে আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ জলযান উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, দেশের বড় বড় নদীগুলো পরিষ্কার করা না হলে সমুদ্রও পরিষ্কার হবে না। কোনো বিদেশি জাহাজ যদি মোংলা বন্দরে এসে তেল ছড়িয়ে যায়, তাহলে সেই জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মোংলা কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান বলেন, বন্দরের বিশেষায়িত জাহাজসমূহের মাধ্যমে বন্দর ও বহিনোঙরে থাকা বাণিজ্যিক জাহাজ হতে যথাসময়ে দূষিত পানি মিশ্রিত তেল ও বর্জ্য সংগ্রহ করে প্লান্টের নিজস্ব জেটিতে নিয়ে আসা হয়। এরপর সংগ্রহকৃত সামগ্রীকে বিশেষায়িত ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে পরিশোধনের ধরন নির্ধারণ করা হয়। প্লান্টের পরিশোধনাগারে দক্ষ প্রকৌশলীর তত্ত্বাবধানে ধাপে ধাপে সংগ্রহকৃত বর্জ্যগুলো পরিবেশ বান্ধব করে তোলা হয়েছে।
১১৪ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত মোংলা বন্দরের আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ জলযান উদ্বোধন অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান ছাড়াও উপস্থিত ছিলেন- কমডোর মো. শফিকুল ইসলাম সরকার, কাজী আবেদ হোসেন, ড. এ কে এম আনিসুর রহমান, হারবার মাস্টার ও প্রকল্প পরিচালক ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম, উপ-সচিব মো. মাকরুজ্জামান প্রমুখ।
এসএস/টিএ