ভারতীয় সিনেমায় নীরবে কিন্তু পরিকল্পিতভাবে এক ভয়ংকর নির্মাতা-লাইনআপ গড়ে তুলছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। প্রতিটি ছবির মাঝখানে কৌশলগত বিরতি রেখে তিনি স্পষ্টতই দীর্ঘমেয়াদি খেলায় নেমেছেন—তাড়াহুড়ো নয়, বরং তীব্রতা, ব্যাপ্তি ও তারকাখ্যাতিকেই গুরুত্ব দিচ্ছেন এই পরিচালক।
ভাঙ্গার পরবর্তী ছবি ‘স্পিরিট’ মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালে, যেখানে প্রথমবার একসঙ্গে কাজ করবেন প্রভাস ও ভাঙ্গা। ছবিটিকে পরিচালকের সবচেয়ে অন্ধকার ও সাহসী কাজ বলে ধরা হচ্ছে, যেখানে প্রভাসকে দেখা যেতে পারে ক্যারিয়ারের সবচেয়ে রুক্ষ রূপে। এর পর ২০২৮ সালে আসবে ‘অ্যানিমাল পার্ক’, রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমাল’-এর সম্প্রসারিত অধ্যায়, যা পূর্ণাঙ্গ ফ্র্যাঞ্চাইজিতে রূপ নেওয়ার সম্ভাবনা রাখছে। আরও দূরে তাকালে, ২০৩০ সালের মধ্যে আল্লু অর্জুনের সঙ্গে এক বিশাল প্রজেক্টের ইঙ্গিত মিলছে।
এই তালিকার বিশেষত্ব কেবল তারকাবহুল হওয়ায় নয়, বরং ভাঙ্গার সুস্পষ্ট দৃষ্টিভঙ্গিতে। ট্রেন্ডের পেছনে না ছুটে তিনি তৈরি করছেন নতুন যুগ। বার্তা একটাই—ভাঙ্গার দল আসছে, আর আধিপত্য বিস্তার করতেই।
এবি/টিকে