জুলাই সনদের বাইরেও সংস্কার আসবে: নজরুল ইসলাম খান

জুলাই সনদে উল্লেখিত সংস্কারের বাইরেও মানুষের কল্যাণে আরও বিস্তৃত সংস্কারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আয়োজিত ধানের শীষের নির্বাচনী প্রচারণা মিছিল শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

ধানের শীষের নির্বাচনী প্রচারণা মিছিলটি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নয়াপল্টনে এসে শেষ হয়। সমাবেশে নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের ইতিহাসে বিএনপিই পরিবর্তনের সুফল এনেছে।

একদলীয় স্বৈরশাসনের গোরস্তানের ওপর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপি। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে, সেখানে জনগণ আবারও বিএনপির ওপর আস্থা রেখেছে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেখানে যাচ্ছেন, সেখানে লাখো মানুষের স্বতঃস্ফূর্ত সমাবেশ হচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি ভালোবাসা থেকেই দেশের মানুষ ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছে।

এটি কারও কারও পছন্দ হচ্ছে না, তাই তারা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি ও অপপ্রচারের চেষ্টা করছে। তবে তারা ব্যর্থ হয়েছে। নির্বাচনকে ঘিরে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, একটি দল টাকা খরচ করে কিছু লোককে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে। এসব করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

জামায়াত নেতাদের উদ্দেশে তিনি বলেন, তারা নিজেদের ইসলামি মানুষ বলে দাবি করে দম্ভ দেখাচ্ছেন, অথচ ইসলামের শিক্ষা ভুলে গেছেন। মহান আল্লাহ অহংকারীদের অপছন্দ করেন। এ কারণেই তাদের পতন অনিবার্য।

আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, নানা ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। তবে আমরা বিশ্বাস করি, জনগণ বিভ্রান্ত হবে না। সবাই ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়ে জনমত গড়ে তুলবেন। ইনশাল্লাহ আমরা বিজয়ী হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করব। বিএনপি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা দিয়েছে। জুলাই সনদের বাইরেও মানুষের কল্যাণে আরও অনেক সংস্কারের চিন্তা আমাদের রয়েছে।

একই সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে এখন ভণ্ডামি ও অপপ্রচারের রাজনীতি চলছে। ‘বট বাহিনী’ নামে একটি গোষ্ঠী তৈরি করা হয়েছে, যাদের কাজ বিএনপি, তারেক রহমান ও দলের নেতাদের বক্তব্য বিকৃত করা এবং কুৎসা রটানো।

তিনি বলেন, জামায়াতের কিছু নেতা এমন সব বক্তব্য দিচ্ছেন, যা ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী। ইসলামের নামে মিথ্যা বলা, মুনাফেকি করা ও অন্যায়কে প্রশ্রয় দেওয়া হচ্ছে। অথচ ইসলামে এসব বড় গুনাহ। জনগণ এসব বুঝে গেছে।

রিজভী আরও বলেন, শত শত আইনজীবী আজ ধানের শীষের পক্ষে রাস্তায় নেমেছেন। বারবার দেশের মানুষ ধানের শীষকে বিজয়ী করেছে। মিথ্যা, অসত্য ও মুনাফেকির বিরুদ্ধে এ দেশের জনগণ কখনোই অবস্থান নেয়নি, এবারও নেবে না।

এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
চট্টগ্রামে পৃথক ঘটনায় বিএনপি ও জামায়াতের ৯ কর্মী আহত Jan 28, 2026
img
নববধূ মধুমিতার রাজকীয় রূপে মুগ্ধ দেবমাল্য Jan 28, 2026
img
সুন্দরবন ও মোংলা বন্দর উন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন লায়ন ফরিদ Jan 28, 2026
img
চিকনি চামেলি: এক গানে বদলে গিয়েছিল বলিউডের সংজ্ঞা Jan 28, 2026
img
ভিকি-তৃপ্তির পর শহিদ-তৃপ্তির রসায়নে নতুন মাত্রা Jan 28, 2026
img
বাগেরহাটে ৬ বিএনপি নেতা বহিষ্কার Jan 28, 2026
img
সাতক্ষীরায় ৬ যুবদল নেতা বহিষ্কার Jan 28, 2026
img
২৮ জানুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Jan 28, 2026
মন পড়ার পাঁচ হাজার বছরের গোপন কোরিয়ান দক্ষতা ‘নুনচি’ Jan 28, 2026
যুক্তরাষ্ট্রকে ছাড়া ইউরোপ নিজেকে রক্ষা করতে পারবে না: ন্যাটো মহাসচিব Jan 28, 2026
পেন্টাগনের ২০২৬ ন্যাশনাল ডিফেন্স স্ট্র্যাটেজি প্রকাশ Jan 28, 2026
পারিবারিক রাজনীতির বলয় ভাঙার ঘোষণা জামায়াত আমিরের Jan 28, 2026
তুষারের নিচে যুক্তরাষ্ট্রের দুই-তৃতীয়াংশ এলাকা, মৃত্যু ৩০ Jan 28, 2026
মির্জা আব্বাসকে বহিষ্কারের দাবি পাটওয়ারীর Jan 28, 2026
সংবেদনশীল গল্পে সাহসী জয়ার সিনেমা Jan 28, 2026
চলচ্চিত্রের ‘মুখ্য অবদান’, তবু সুবিধার বাইরে শিল্পীরা Jan 28, 2026
জ্যাম বা জায়েদ নয়, ভোটারত্বের ব্যথা শবনমের Jan 28, 2026
ভক্তদের প্রশ্নের জবাবে হৃতিকের খোলা কণ্ঠ Jan 28, 2026
img
বান্দ্রার প্রতি আবাসনে একটি করে ফ্ল্যাট করিশ্মার! Jan 28, 2026
img
সাধারণতন্ত্র দিবসে শিল্পার রেস্তরাঁর সামনে দীর্ঘ লাইন! ধেয়ে এল একাধিক কটাক্ষ Jan 28, 2026