আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশ। নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে ভারত থেকে নিজেদের ম্যাচগুলোর ভেন্যু শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আইসিসির অনুরোধ করেছিল বিসিবি। আইসিসি তা আমলে না নিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে স্থলাভিষিক্ত করেছে। বিশ্বকাপের ফাঁকা সময়ে বিকল্প টুর্নামেন্ট আয়োজনের চিন্তা করছে বিসিবি।
বিশ্বকাপে অংশগ্রহণ না করায় আগামী মার্চের আগে বাংলাদেশ জাতীয় দলের কোনো খেলা নেই। আগামী ৯ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। ১২, ১৪ ও ১৬ মার্চ তিনটি ম্যাচ খেলবে তারা। এর আগে প্রায় একমাসের বেশি সময় ফাঁকা থাকায় ক্রিকেটারদের নিয়ে ঘরোয়া নতুন টুর্নামেন্ট আয়োজনের আলোচনা করেছেন বোর্ড কর্তারা।
মঙ্গলবার পূর্বাচলে জাতীয় ক্রিকেট গ্রাউন্ডে সিসিডিএম টি-টুয়েন্টি চ্যালেঞ্জ কাপের উদ্বোধন শেষে সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।
আমজাদ বলেন, ‘ক্রিকেট পরিচালনা বিভাগ এটা নিয়ে কাজ করছে, আপনারা যথাসময় এটার হালনাগাদ জানতে পারবেন। এটা এখনও প্রক্রিয়াধীন। ক্রিকেট পরিচালনা বিভাগ বিভিন্ন বিকল্প চিন্তা করছে। খুব অল্প সময়ের মধ্যেই আপনারা এ ব্যাপারে জানতে পারবেন।’
এবি/টিএ