বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায় তাঁর সিনেমার দর্শন নিয়ে সমালোচকদের এক স্পষ্ট জবাব দিয়েছিলেন। অনেকেই অভিযোগ করতেন তিনি বিদেশে ভারতের দারিদ্র্যকে তুলে ধরেন, কিন্তু তিনি জানালেন তাঁর সৃষ্টির আসল উদ্দেশ্য নিছক দারিদ্র্য দেখানো নয়।
সত্যজিৎ রায় বলেন, "আমার ছবিতে আমি দারিদ্র্য বিক্রি করি না, আমি দারিদ্র্যের মধ্যে মানুষের আত্মসম্মানকে তুলে ধরার চেষ্টা করি।"
অভাব-অনটনের মাঝেও মানুষ যে মর্যাদাবোধ নিয়ে বেঁচে থাকে, সেই লড়াকু মানসিকতা ও আত্মসম্মানকে পর্দায় ফুটিয়ে তোলাই ছিল তাঁর লক্ষ্য। তাঁর এই উক্তি প্রমাণ করে যে, তিনি কেবল জীবনের রূঢ় বাস্তবতাই দেখাননি, বরং সেই বাস্তবতার মাঝে মানুষের জয়ের গল্পও বলেছেন।
কেএন/এসএন