টলিউডের কিংবদন্তি অভিনেতা এবং বাঙালির প্রিয় 'ফেলুদা' সব্যসাচী চক্রবর্তী নিজের পরিচয় নিয়ে এক চমকপ্রদ মন্তব্য করলেন। গ্ল্যামার জগতের তারকা হলেও তিনি নিজেকে শিল্পী হিসেবে পরিচয় দিতে নারাজ, বরং নিজেকে একজন কারিগর বা মিস্ত্রী ভাবতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
সব্যসাচী চক্রবর্তী বলেন, "কে বলেছে আমি শিল্পী? আমাকে জোর করে শিল্পী করা হয়েছে। আমি একজন মিস্ত্রী। কাজ ছিল হাতুড়ি ছেনি নিয়ে।"
অভিনয়ের আলোয় আসার আগে তিনি যে কারিগরি বা টেকনিক্যাল কাজের প্রতিই বেশি আগ্রহী ছিলেন, সেটাই স্পষ্ট হলো তাঁর কথায়। হাতুড়ি-ছিনির কারিগর থেকে পরিস্থিতির চাপে শিল্পী হয়ে ওঠার এই গল্প তাঁর বিনয়ী স্বভাবকেই ফুটিয়ে তোলে। ভক্তদের কাছে তিনি মহানায়ক হলেও, নিজের কাছে তিনি আজও সেই পরিশ্রমী মিস্ত্রী।
কেএন/এসএন