সামাজিক বিয়ের চার মাস কাটতে না কাটতেই মা হয়েছিলেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। গত বছরের ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসের দিনই অভিনেত্রীর কোল আলো করে আসে ফুটফুটে পুত্রসন্তান অগ্নিদেব। দেখতে দেখতে এক বছর পূর্ণ করল খুদে। এবার স্বামী সায়নদীপ সরকারের সঙ্গে ছেলের প্রথম জন্মদিন ঘরোয়া আনন্দে উদযাপন করলেন রূপসা। সেই বিশেষ মুহূর্তের ছবিও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।
সোমবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একগুচ্ছ ছবি পোস্ট করেন রূপসা। সেখানে তাঁকে দেখা যায় সবুজ পাড় হলুদ শাড়িতে, সঙ্গে সবুজ ভেলভেটের ব্লাউজ। গলায় হার, কানে ঝুমকো দুল, কপালে ছোট্ট টিপ আর হালকা মেকআপে খোলা চুলে স্বাভাবিক সৌন্দর্যে ধরা দেন অভিনেত্রী। তাঁর সঙ্গে রঙের মিল রেখে স্বামী সায়নদীপ পরেছিলেন হলুদ রঙের সোয়েটশার্ট।
তবে দিনের আসল আকর্ষণ ছিল ছোট্ট অগ্নিদেব। খুদের পরনে ছিল বো দেওয়া সুন্দর একটি সোয়েটার আর কালো ট্রাউজার। কেক কেটে নিজের প্রথম জন্মদিন উদযাপন করে অগ্নি। কেকের ওপর ছিল ‘১’ লেখা মোমবাতি। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন রূপসা-সায়নদীপ।
ছবিগুলি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি ফার্স্ট বার্থডে অগ্নি।’ ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা খুদেকে ভালোবাসা আর আশীর্বাদে ভরিয়ে দেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের অক্টোবরে সামাজিকভাবে বিয়ে সারেন রূপসা ও সায়নদীপ। বিয়ের কিছুদিনের মধ্যেই মাতৃত্বের সুখবর প্রকাশ্যে আনেন অভিনেত্রী, যা নিয়ে তাঁকে কম কটাক্ষের মুখে পড়তে হয়নি। যদিও সেই সময় রূপসা স্পষ্ট জানিয়েছিলেন, তিনি কোনও ভুল করেননি। সামাজিক বিয়ের আগেই আইনি বিয়ে সেরে ফেলেছিলেন তাঁরা।
মা হওয়ার অভিজ্ঞতা প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলাকে রূপসা জানিয়েছিলেন, ‘এটা দারুণ অনুভূতি। একেবারে অন্যরকম একটা ফিলিং। এতদিন পেটের ভেতরে যে পা দুটো লাথি মারত, এখন তাকে সামনে দেখতে পাচ্ছি। সায়নও খুব খুশি।’ মাতৃত্বের এক বছরে পা রেখে এখন পরিবার আর কাজ-দুটো সামলেই এগোচ্ছেন অভিনেত্রী।
কেএন/এসএন