ডিজনির কল্পনার জাদু আর বলিউডের আবেগ একসঙ্গে মিলতে যাচ্ছে সমুদ্রের বুকে। আগামী মার্চে ডিজনি ক্রুজ লাইনের নতুন জাহাজ ‘ডিজনি অ্যাডভেঞ্চার’-এর উদ্বোধনী যাত্রা উপলক্ষে আয়োজন করা হচ্ছে এক বিশেষ আলো ও আতশবাজির প্রদর্শনী। এই ঐতিহাসিক আয়োজনে কণ্ঠ দিতে যাচ্ছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।
আগামী ১০ মার্চ সিঙ্গাপুর থেকে যাত্রা শুরু করবে ‘ডিজনি অ্যাডভেঞ্চার’। সেই যাত্রাকে স্মরণীয় করে তুলতেই জাহাজের আকাশজুড়ে আয়োজন করা হয়েছে আলো, সংগীত ও আতশবাজির বিশেষ প্রদর্শনী, যার নাম ‘লায়ন কিং: সেলিব্রেশন অন দ্য স্কাই’। এই আয়োজনের বর্ণনায় দর্শক শুনতে পাবেন শাহরুখ খানের কণ্ঠ।
এর আগে জনপ্রিয় চলচ্চিত্র ‘লায়ন কিং’-এর হিন্দি সংস্করণে মুফাসা চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন শাহরুখ খান। সেই অভিজ্ঞতাকেই এবার আরও বিস্তৃত পরিসরে তুলে ধরছে ডিজনি। সমুদ্রের বুকে আলো, সংগীত আর আতশবাজির মেলবন্ধনে দর্শকদের জন্য তৈরি করা হচ্ছে এক অনন্য দৃশ্যানুভূতি।
এই প্রদর্শনীতে ব্যবহার করা হবে ‘সার্কেল অব লাইফ’, ‘হাকুনা মাতাতা’, ‘হি লিভস ইন ইউ’ এবং ‘ক্যান ইউ ফিল দ্য লাভ টুনাইট’-এর মতো জনপ্রিয় গান। সংগীত পরিবেশনায় থাকছে স্কটল্যান্ডের রয়্যাল ন্যাশনাল অর্কেস্ট্রা এবং দক্ষিণ আফ্রিকার নডলোভু ইয়ুথ কয়ার।
এই আয়োজন নিয়ে শাহরুখ খান জানান, এমন একটি বিশেষ অভিজ্ঞতার মাধ্যমে দর্শক ও পরিবারগুলোর সঙ্গে যুক্ত হতে তিনি দারুণভাবে উচ্ছ্বসিত। তার আশা, এই আয়োজন দর্শকদের হৃদয়ে দীর্ঘদিনের জন্য আলাদা জায়গা করে নেবে।
ডিজনি ক্রুজ লাইনের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের শীর্ষ কর্মকর্তা সারাহ ফক্স জানান, শাহরুখ খানের অংশগ্রহণ এই প্রদর্শনীকে আন্তর্জাতিক মাত্রা দিয়েছে। তার মতে, সীমান্ত পেরিয়ে গল্প বলার যে অসাধারণ ক্ষমতা শাহরুখ খানের রয়েছে, তা এই আয়োজনকে প্রতিবারই স্মরণীয় করে তুলবে।
এমকে/টিএ