ওপার বাংলার ছোটপর্দার পরিচিত অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায় সম্প্রতি ছুটির মেজাজে বিদেশ ভ্রমণে গিয়েছিলেন। সেখানে তিনি এমন এক অভিজ্ঞতা অর্জন করেছেন, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। থাইল্যান্ডের বন্যপ্রাণী অভয়ারণ্যে গিয়ে নায়ক চুমু খেয়েছেন কোনো মানুষের নয়, বরং চিতার কপালে! সেই সঙ্গে তিনি বাঘের শাবককে আদর করেছেন এবং বড় রয়েল বেঙ্গল টাইগারের সঙ্গেও ছবি তুলেছেন।
সবুজ জ্যাকেট, কালো টি-শার্ট ও রিপড জিন্সে সৌম্যদীপ রোদ চশমা ও হাতে ঘড়ি পরে ছিলেন। ভিডিওতে দেখা গেছে, তিনি চিতার ওপর হাত বোলানোর পাশাপাশি বাঘের শাবককে আদর করছেন। এর আগেও তিনি পাখি, মাছ এবং অন্যান্য প্রাণীর সঙ্গে সময় কাটিয়েছেন, তাই এই সাহসিকতা নতুন নয়।
ভিডিও প্রকাশের পর ভক্তরা কমেন্টে ভরে দিয়েছেন ভালোবাসা ও প্রশংসা। কেউ লিখেছেন, “দারুণ লাগছে, অসাধারণ।” টলিপাড়ার অন্য তারকারাও প্রাকৃতিক প্রাণীর সঙ্গে সাহসিকতার নিদর্শন দেখিয়েছেন, কিন্তু সৌম্যদীপের এই অভিজ্ঞতা তাঁর ছুটির আনন্দকে আরও বিশেষ করে তুলেছে। এই মুহূর্ত প্রমাণ করে, তারকা হওয়া মানে শুধু মানুষের সঙ্গে নয়, প্রকৃতির সঙ্গেও হৃদয়ের বন্ধন রাখতে পারা।
পিআর/টিকে