অনেকদিনের গুঞ্জনকে সত্যি করে কিছুদিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন শোবিজের আলোচিত জুটি কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। গত ১৪ জানুয়ারি তারা একসঙ্গে জীবনের নতুন অধ্যায়ে পা রাখেন। তখন থেকেই নতুন করে নেটিজেনদের আলোচনায় উঠে আসেন তারা।
বিয়ের পর কেমন যাচ্ছে চর্চিত এই যুগলের নতুন জীবন। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রী জেফারকে প্রশংসায় ভাসাতে দেখা যায় রাফসানকে। সেখানে একসঙ্গে নতুন জীবন যে বেশে উপভোগ করছেন দুজন, সেটাই রাফসানের কথায় ফুটে ওঠে।
স্ত্রীকে নিয়ে এ উপস্থাপক বলেন, ‘সে যদি আমাকে এক গ্লাস পানিও ঢেলে খাওয়ায়, সেটাও আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক সিগনিফিকেন্ট। তার যখন ইচ্ছে হয়, সে তখন অনেকভাবেই তার ভালোবাসাটা প্রকাশ করে এবং সেটা আমি অনেকভাবেই বুঝতে পারি।’
এদিকে, শোবিজে রাফসানের অনেক আগেই ক্যারিয়ার শুরু করেন জেফার। স্ত্রীর প্রতি তিনি শ্রদ্ধাশীল উল্লেখ করে বলেন, ‘উনি একজন সংগীতশিল্পী এবং উনি যখন কাজ শুরু করেছেন, তারও অনেক পরে আমি আসলে কাজ করতে এসেছি। সো আমার জন্য তার প্রেজেন্সটা, আমার লাইফে তার এক্সিস্টেন্স।’
পাশাপাশি স্ত্রীকে নিজের অনুপ্রেরণার উৎস বলেও দাবি করেন রাফসান। বিয়ের পর থেকে জেফার তার ব্যক্তিগত জীবন থেকে পেশাগত জীবনে কীভাবে প্রভাব রাখছে সে সম্পর্কে বলেন, ‘খুবই ভালো লাগছে। আমার এখন ইন্সপিরেশনের একটা সোর্স আছে আলাদা এবং আমি আমার ওয়াইফের কাছ থেকে অনেক কিছু শিখি, তার কাছ থেকে অনুপ্রেরণা পাই। সো এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি।’
এমকে/টিএ