প্রেমের দিন ১৪ ফেব্রুয়ারি আর মাত্র কয়েক দিনের দূরত্বে, টলিপাড়ার জনপ্রিয় জুটি রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলির বিয়ে। বিয়ের প্রস্তুতি যখন চূড়ান্ত পর্যায়ে, আচমকাই অসুস্থ হয়ে পড়লেন হবু বর রণজয়। কিছুদিন আগে তিনি জানান, টনসিল বেড়ে গেছে এবং প্রচণ্ড ঠান্ডা লাগেছে। সোমবার ইনস্টাগ্রাম স্টোরিতে নিজেই জানালেন, জ্বরে পুরোপুরি কাবু হয়েছেন।
রণজয়ের কথায়, ছোটবেলা থেকেই ঠান্ডা লাগার ধাত রয়েছে তাঁর। সামান্য আবহাওয়ার পরিবর্তনেই সর্দি-কাশি শুরু হয়। তবে এবার দীর্ঘদিন পর এতটা জ্বরে ভেঙে পড়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শে ওষুধ খাচ্ছেন এবং সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। হাতে কাজ থাকলেও আপাতত দু’দিন সবকিছু থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসক।
রণজয় শ্যামৌপ্তির বিয়ে নিয়ে অনুরাগীদের উত্তেজনা সীমাহীন। তারা বিয়েটি খুবই ঘরোয়া ও ব্যক্তিগত রাখতে চান। শ্যামৌপ্তি আগেই জানিয়েছিলেন, অতিরিক্ত আড়ম্বর তাঁদের পছন্দ নয়। তবে বিয়ের ঠিক আগে হবু বর অসুস্থ হওয়ায় পরিবার ও ঘনিষ্ঠদের মধ্যে চিন্তার রেশ পড়েছে। রণজয় ইনস্টাগ্রামে জানিয়েছেন, ২৬ জানুয়ারি লাইভ হওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু অসুস্থতার কারণে তা বাতিল করতে হয়েছে।
ব্র্যান্ড করা খবর অনুযায়ী, ভ্যালেন্টাইনস ডে-তে একই দিনে বিয়ে ও রিসেপশন হবে দক্ষিণ কলকাতার এক রিসর্টে। অনুষ্ঠান হবে ঘরোয়া পরিসরে। বিয়েতে থাকবে খাঁটি বাঙালিয়ানা রণজয়ের পরনে জোর, শ্যামৌপ্তির সাজে লাল বেনারসি। খাবারের মেনুতেও থাকবে বাঙালি পদ।
‘গুড্ডি’ ধারাবাহিকের সূত্রে আলাপ, সেখান থেকেই জন্ম নিল বন্ধুত্ব, তারপর প্রেম। অবশেষে শ্যামৌপ্তিতেই থিতু হয়েছেন রণজয়। অনুরাগীদের একটাই প্রার্থনা ১৪ ফেব্রুয়ারির বিশেষ দিনে সুস্থ শরীরেই বিয়ের পিঁড়িতে বসতে পারুক তাঁদের প্রিয় নায়ক।
পিআর/টিকে