টলিপাড়ার প্রযোজনা সংস্থা উইন্ডোজ এবার দর্শকদের জন্য নতুন এক পারিবারিক সিনেমা উপহার দিতে চলেছে ‘ফ্যামিলিওয়ালা’। ছবিতে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে দেখা যাবে প্রধান চরিত্রে, যিনি দীর্ঘদিন ধরেই প্রযোজক হিসেবে দর্শকের হৃদয় জয় করেছেন। এবার তিনি অভিনয়েও ফিরে এসেছেন। শিবপ্রসাদের বিপরীতে প্রথমবার দুই নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সুদীপ্তা চক্রবর্তী উইন্ডোজ-এর ব্যানারে স্ক্রিন শেয়ার করতে চলেছেন।
প্রথমবার উইন্ডোজের সঙ্গে কাজ করতে পেরে পরিচালক সুমন ঘোষ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘ফ্যামিলিওয়ালা একটি হালকা মেজাজের পারিবারিক সিনেমা। শিবপ্রসাদ এই চরিত্রের মাধ্যমে দর্শকের সামনে চরিত্রটির আসল সৌন্দর্য ফুটিয়ে তুলবেন। আশা করি, উইন্ডোজ-এর ২৫তম বর্ষপূর্তির এই সফরে ছবি নতুন মাইলস্টোন যোগ করবে।’ ছবিতে রয়েছে আদ্যোপান্ত পারিবারিক গল্পের সঙ্গে উপভোগ্য কৌতুকরস।
শিবপ্রসাদ জানান, ‘ফ্যামিলিওয়ালা’ তাঁর অভিনয় জীবনের একটি লাইফটাইম চরিত্র। লিলি চক্রবর্তী, অনসূয়া মজুমদার, স্বস্তিকা মুখোপাধ্যায় ও সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে তিনি গর্বিত। ছবির শুটিং শুরু হয়েছে জানুয়ারি ২৮ থেকে, এবং সিনেমা দর্শকপ্রিয় পারিবারিক বিনোদন হিসেবে পরিচিতি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
পিআর/টিকে