ওপার বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র সম্প্রতি ব্যক্তিগত জীবনের একটি বিশেষ মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছেন। ‘খড়কুটো’ ধারাবাহিকের ‘চিনি’ চরিত্রে দর্শকের মন জয় করা প্রিয়াঙ্কা সম্প্রতি ‘চিরসখা’ ধারাবাহিকেও স্বল্প সময়ের জন্য বাবিলের প্রেমিকার ভূমিকায় হাজির হয়েছেন। যদিও চরিত্রটি ছোট ছিল, তবু তাঁর অভিনয় দর্শকের নজর কেড়েছে।
এই মুহূর্তে প্রিয়াঙ্কা অভিনয়ের চেয়ে ব্যক্তিগত জীবনের প্রস্তুতিতে ব্যস্ত। ২০২৪ সালে শুভ্রজিৎ সাহার সঙ্গে আইনি বিয়ে সেরে নেওয়া অভিনেত্রী এবার সামাজিক বিয়ের পরিকল্পনায় মগ্ন। ইতিমধ্যেই প্রথম আইবুড়ো ভাতের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। অনুষ্ঠানে রানি রঙের শাড়িতে অপূর্ব লাগছিল প্রিয়াঙ্কাকে। হবু বর শুভ্রজিৎ মেরুন রঙের পাঞ্জাবিতে ছিলেন। সোলার মুকুট ও রজনীগন্ধার মালায় সাজা এই জুটি প্রথমবার বন্ধুদের সঙ্গে আইবুড়ো ভাত উপভোগ করেন।
ঘনিষ্ঠ বন্ধু অরিজিতা ও মানসীর সঙ্গে হাসিমুখে ছবি তোলেন প্রিয়াঙ্কা। অনুষ্ঠানে শাড়ির পরিবর্তে তিনি লাল কুর্তিতে উপস্থিত ছিলেন। অরিজিতা গোলাপি কুর্তিতে, মানসী কালো টপে। আইবুড়ো ভাতের থালায় ছিল খাঁটি বাঙালিয়ানা ডাব চিংড়ি, ভেটকি পাতুরি, পোলাও, লুচি, কষা মাংস, সাদা ভাত, ডাল, চাটনি, পাপড় ও পায়েস। প্রিয়াঙ্কা মাছের মাথাও হাতে নিয়ে মজার পোজ দিয়েছেন।
সব মিলিয়ে হাসি-আড্ডা, বন্ধুত্ব ও ভালোবাসায় ভরপুর এই দিন প্রিয়াঙ্কার কাছে বিশেষ মুহূর্ত হয়ে উঠেছে। মানসী ক্যাপশনে লিখেছেন, “আগামী দিন শুভ হোক।” প্রিয়াঙ্কা ও শুভ্রজিত দুজনই ধারাবাহিকের মুখ্য চরিত্রে পরিচিত। অনুরাগীরা অধীর আগ্রহে তাঁদের জীবনের নতুন অধ্যায়ের অপেক্ষায় রয়েছেন।
পিআর/টিকে