টলিপাড়ার রানি ভবানীর ‘রাজা’ সায়ন বসু এবার সত্যিকারের রাজকীয় মুহূর্ত উপভোগ করছেন। ছোটপর্দার সেই রাজকীয় আভিজাত্য এবার বাস্তব জীবনের প্রেমের সঙ্গে মিলিত হয়েছে। বিয়ের আগে হবু স্ত্রী রিনি মুখোপাধ্যায়ের সঙ্গে গোধূলি আলোয় অনুষ্ঠিত রোম্যান্টিক প্রি-ওয়েডিং শ্যুট সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে।
সায়নের হাত ধরে চোখে চোখ রেখে মিষ্টি মুহূর্ত কাটাচ্ছেন রিনি। ইট-লাল বা রাস্ট অরেঞ্জ পাঞ্জাবিতে হ্যান্ডসাম সায়ন এবং অলিভ গ্রিন সিল্কের শাড়িতে মার্জিত রিনি দুইজন যেন এক আধুনিক রূপকথার অংশ। হাসিমুখ ও ঘনিষ্ঠ মুহূর্তের প্রতিটি ফ্রেমে প্রকাশ পাচ্ছে নতুন জীবন শুরু করার উত্তেজনা।
আইনি বিয়ে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, এবার পরিবারের সঙ্গে সামাজিক বিয়ের পিঁড়িতে বসার অপেক্ষা। চার বছরের প্রেম, রোম্যান্টিক প্রি-ওয়েডিং শ্যুট এবং রাজবাড়ির ঐতিহ্য সব মিলিয়ে সায়ন-রিনির গল্প এখন নেটপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দু।
পিআর/টিকে