আগামী শনিবার (৩১ জানুয়ারি) বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী সফরে সিরাজগঞ্জ আসছেন। এদিন দুপুর ২টায় সদর উপজেলার পাইকপাড়া এলাকায় অবস্থিত বিসিক শিল্পপার্কে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
আজ বুধবার (২৮ জানুয়ারি) বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিতপত্রে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলার ৬টি সংসদীয় আসনের প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু বলেন, তারেক রহমানের জনসভা সফল করার জন্য ইতোমধ্যে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
আমরা আশা করছি জনসমাবেশে রেকর্ড সংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেবেন।
এমআর/টিএ