২০১২ সালে ভালোবেসে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী জেনিফার উইঙ্গেট। তবে সেই সংসার বেশিদিন স্থায়ী হয়নি। মাত্র দুই বছরের মাথায় ভেঙে যায় তাঁদের বিয়ে। পরে করণ সিং গ্রোভার অভিনেত্রী বিপাশা বসুকে বিয়ে করলেও, সেই সময় থেকেই একা রয়েছেন জেনিফার।
বলিপাড়ার একাংশের দাবি, বিপাশা বসুর সঙ্গে ‘অ্যালোন’ ছবিতে কাজ করার সময় করণের সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কের জেরেই নাকি জেনিফারের সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন করণ। যদিও এই বিষয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলতে দেখা যায়নি জেনিফারকে।
এবার আবারও জেনিফারের ব্যক্তিগত জীবন নিয়ে জোর চর্চা শুরু হয়েছে মুম্বাইয়ের টালিপাড়ায়।
গুঞ্জন, জনপ্রিয় ধারাবাহিক ‘দিল মিল গায়ে’-এর সহ-অভিনেতা করণ ওয়াহির সঙ্গে নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি। দীর্ঘদিনের বন্ধুত্ব ও একসঙ্গে কাজ করার সূত্র ধরেই এই জল্পনা আরো জোরদার হয়েছে।
তবে এই গুঞ্জনে অবশেষে মুখ খুলেছেন করণ ওয়াহি নিজেই। নিজের ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করে তিনি লেখেন, “সস্তা প্রচার করে আমাদের আরো জনপ্রিয় করার জন্য অনেক ধন্যবাদ।
”
এতেই থামেননি অভিনেতা। জেনিফারের সঙ্গে একটি রিল শেয়ার করে তিনি আরো লেখেন, “কিছু সম্পর্ক, কিছু বন্ধন, প্রেমের থেকেও বেশি গভীর হয়।”
করণ ওয়াহির এই মন্তব্যেই স্পষ্ট, জেনিফারের সঙ্গে বিয়ের জল্পনায় কার্যত জল ঢেলে দিয়েছেন তিনি। ফলে আপাতত এই গুঞ্জনকে নিছকই রটনা বলেই মনে করছেন অনেকে।
এমকে/টিএ