বেশ কিছুদিনের বিরতির পর আবারও অভিনেতা হিসেবে পর্দায় ফিরছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। পরিচালনা ও প্রযোজনার কাজে নিজেকে পুরোপুরি ডুবিয়ে রাখলেও অভিনয় যে তাঁর শিকড়, তা নতুন করে মনে করিয়ে দিতেই আসছে তাঁর নতুন ছবি ফ্যামিলিওয়ালা। এই ছবিতে শিবপ্রসাদ শুধুই অভিনেতা, তাও মুখ্য ভূমিকায়।
শিবপ্রসাদের অভিনয় যাত্রা শুরু হয়েছিল রাজা দাশগুপ্ত পরিচালিত টেলিফিল্ম একুশে পা দিয়ে। পরে ঋতুপর্ণ ঘোষের বাড়িওয়ালি ছবিতে তাঁর অভিনয় আজও দর্শকের স্মৃতিতে উজ্জ্বল। নন্দিতা রায়ের সঙ্গে জুটি বেঁধে প্রযোজনা সংস্থা গড়ে তোলার পর দীর্ঘদিন পরিচালনাতেই মন দেন তিনি। মাঝেমধ্যে নিজেদের প্রযোজিত ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেলেও, পূর্ণদৈর্ঘ্যের অভিনয়ে তাঁকে পাওয়া যায়নি বেশ কিছুদিন। সেই অপেক্ষার অবসান ঘটাচ্ছে ফ্যামিলিওয়ালা।
ছবিটির পরিচালনায় রয়েছেন সুমন ঘোষ। পরিবারকে কেন্দ্র করে তৈরি এই ছবিতে শিবপ্রসাদের পাশাপাশি অভিনয় করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, অনসূয়া মজুমদার-সহ আরও একঝাঁক পরিচিত শিল্পী। জানা গিয়েছে, ছবিটি নাচ, গান, কমেডি ও পারিবারিক আবেগে ভরপুর একেবারে বিনোদনমূলক ধারায় তৈরি হচ্ছে।
ছবির নেপথ্যের গল্পও কম আকর্ষণীয় নয়। শিবপ্রসাদ নিজেই জানিয়েছেন, দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে একদিন সুমন ঘোষের বাড়িতে তাঁর সঙ্গে দেখা হয় পরিচালকের মায়ের। শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের প্রযোজিত ছবির দীর্ঘদিনের দর্শক ছিলেন তিনি। সেই আলাপ থেকেই তৈরি হয় এক পারিবারিক বন্ধন, আর সেখান থেকেই ফ্যামিলিওয়ালা ছবির ভাবনার জন্ম। বাস্তব জীবনের এই সম্পর্কই ছবির গল্পে আলাদা উষ্ণতা যোগ করেছে বলে মনে করছেন নির্মাতারা।
বুধবার থেকেই ছবির শুটিং শুরু হচ্ছে। দীর্ঘদিন পর অভিনেতা শিবপ্রসাদের প্রত্যাবর্তন নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে কৌতূহল তুঙ্গে। পরিচালকের আসন ছেড়ে শুধুই অভিনেতা হয়ে পরিবারকেন্দ্রিক গল্পে তিনি কতটা নতুন চমক দিতে পারেন, এখন সেদিকেই তাকিয়ে বাংলা ছবির দর্শক।
পিআর/টিকে