অশান্তি করলে লৌহমানবীর পরিণতি বরণ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। কাউকে দুর্নীতি ও চাঁদাবাজি করতে দেবেন না বলে ঘোষণা দিয়েছেন জামায়াত আমির।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ ফলপট্টিতে এক নির্বাচনী পথসভায় তিনি এই হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে নিজেরা দুর্নীতি ও চাঁদাবাজি করবে না এবং কাউকে দুর্নীতি ও চাঁদাবাজি করতে দেবে না।
তবে অন্য কেউ সরকার গঠন করলে সব ভালো কাজে সহযোগিতা ও সমর্থনের প্রতিশ্রুতি দেন জামায়াত আমির।
এসকে/টিএ