টলিপাড়ায় নায়িকাদের প্রতি বৈষম্য নিয়ে শুভশ্রী’র অভিযোগ
মোজো ডেস্ক 01:31AM, Jan 29, 2026
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী চলচ্চিত্র জগত ও সমাজের এক রূঢ় বাস্তবতা তুলে ধরলেন। নারী ও পুরুষের প্রতি দৃষ্টিভঙ্গির যে আকাশ-পাতাল পার্থক্য, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তিনি। নায়কদের বয়স বা ব্যক্তিগত জীবন নিয়ে যেখানে কোনো প্রশ্ন ওঠে না, সেখানে নায়িকাদের প্রতিনিয়ত বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়।
শুভশ্রী বলেন, "পুরুষদের কিন্তু কখনোই বলা হয় না তোমার ৩০ বছর বয়স হয়ে গেছে। তুমি দুটো বাচ্চার বাবা। কিন্তু মেয়েদের শুনতে হয়, তোমার বিয়ে হয়ে গেছে। তুমি দুটো বাচ্চার মা। তোমার মুখে ইনোসেন্স নেই।"
বিয়ে বা মা হওয়ার পর একজন অভিনেত্রীকে যে ধরনের বাঁকা কথা শুনতে হয় এবং তাঁর ক্যারিয়ার নিয়ে যে নেতিবাচক ধারণা তৈরি করা হয়, সেই দ্বিমুখী আচরণের বিরুদ্ধেই কড়া প্রতিবাদ জানালেন তিনি।