শুরুতে পেনাল্টিতে ব্যর্থতার একটু পরই এগিয়ে গেল পিএসজি। কিন্তু নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ব্যবধান ধরে রাখতে পারল না তারা। অন্য ম্যাচের ফলও এলো না পক্ষে। চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠতে এই দুই দলকেই এখন খেলতে হবে প্লে-অফে।
প্যারিসে বুধবার রাতে প্রথম পর্বের শেষ রাউন্ডের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ভিতিনিয়া শিরোপাধারী পিএসজিকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন জো উইলক। আট ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে পিএসজি। সমান পয়েন্ট নিয়ে তাদের পরেই নিউক্যাসল।
জিতলে শীর্ষ আটে থেকে সরাসরি শেষ ষোলোর টিকেট- দুই দলের সামনেই ছিল একই সমীকরণ। প্রথম মিনিটে নিউক্যাসলের বক্সে তাদের মিডফিল্ডার লুইস মাইলির হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পট-কিকে ব্যর্থ হন উসমান দেম্বেলে, গত বছরের ব্যালন দ’র ও ফিফা বর্ষসেরা ফুটবলারের শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক নিক পোপ।
গোলের দেখা পেতে অবশ্য বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি পিএসজিকে। অষ্টম মিনিটে বক্সের বাইরে থেকে জোরাল নিচু শটে দলকে এগিয়ে নেন ভিতিনিয়া। একাদশ মিনিটে ব্যবধান বাড়তে পারত। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে দেম্বেলের শট ঠেকান পোপ।
২২তম মিনিটে একটি ধাক্কা খায় পিএসজি। চোট নিয়ে মাঠ ছাড়েন জর্জিয়ার ফরোয়ার্ড খাভিচা কাভারাৎসখেলিয়া। তার বদলি নামেন দিজিরে দুয়ে। নিউক্যাসল পরিষ্কার কোনো সুযোগই তৈরি করতে পারছিল না। প্রথমার্ধে যোগ করা সময়ে লক্ষ্যে নিজেদের প্রথম প্রচেষ্টায় সমতা টানে তারা। মাঝমাঠ থেকে প্রতিপক্ষের ফ্রি-কিক বক্সে ক্লিয়ার করতে পারেনি পিএসজি খেলোয়াড়রা। হেডে বল জালে পাঠান জো উইলক।
৬৭তম মিনিটে আবার এগিয়ে যাওয়ার ভালো একটি সুযোগ হাতছাড়া করেন দেম্বেলে। কাছ থেকে বাইরে বল মারেন ফরাসি ফরোয়ার্ড। বাকি সময়ে দুই দলই একাধিক সুযোগ পায়; কিন্তু স্কোরলাইনে আর পরিবর্তন আসেনি।
এসএস/টিএ