মঙ্গলবার গভীর রাতে আচমকা এক ঘোষণায় তোলপাড় ফেলে দেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। তাঁর প্রকাশিত একটি বার্তা খুব অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে সর্বস্তরের মানুষের মধ্যে। নতুন করে আর প্লে-ব্যাক গান না গাওয়ার সিদ্ধান্তে বিস্ময় ও মনখারাপ দুটোই দেখা যায় ভক্তদের প্রতিক্রিয়ায়। এই খবরে আলোড়ন পৌঁছে যায় টলিপাড়াতেও।
অরিজিতের এই ঘোষণায় নিজেদের অনুভূতির কথা জানান পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় রাজ চক্রবর্তীর নতুন ছবির বিশেষ প্রদর্শনী শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, সিনেমা দেখা শেষ করে বেরিয়েই তিনি এই খবর শুনেছেন। অরিজিৎ সিং আর প্লে-ব্যাক করবেন না—এই বিষয়টি বিশ্বাস করা তাঁর পক্ষে কঠিন বলেই জানান রাজ। তাঁর কথায়, অরিজিৎ গান না গাইলে যেন শ্রোতাদের গান শোনার আনন্দই থেমে যাবে।
তবে প্লে-ব্যাক গান না করলেও অরিজিতের কণ্ঠে গান শোনা গেলেই তিনি আনন্দিত হবেন বলে জানান রাজ চক্রবর্তী। কোথায় বা কীভাবে গান গাইছেন, সেটি তাঁর কাছে মুখ্য নয়, বরং অরিজিতের কণ্ঠে গান থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
স্বামীর সুরেই সুর মিলিয়ে নিজের প্রতিক্রিয়া জানান শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভিনেত্রী বলেন, এই খবরটি মেনে নিতে তাঁর সময় লাগবে। নিজ চোখে অরিজিতের লেখা বার্তা না দেখা পর্যন্ত বিষয়টি বিশ্বাস করতেই পারছেন না তিনি।
এর আগে অরিজিৎ সিং নিজের বার্তায় স্পষ্ট করে জানান, প্লে-ব্যাক ভোকালিস্ট হিসেবে তিনি আর নতুন কোনো কাজ নেবেন না। তবে সংগীতচর্চা বা গান থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছেন না বলেও আশ্বস্ত করেন তিনি। দীর্ঘদিন ধরেই এই সিদ্ধান্ত নিয়ে ভাবনাচিন্তা করছিলেন বলে উল্লেখ করেন জনপ্রিয় এই গায়ক।
এমকে/এসএন