বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ বলেছেন, আপনারা যদি আমাকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সংসদে পাঠান, তাহলে আমি সালথা-নগরকান্দার উন্নয়নে কাজ করতে পারবো। আমার বাবা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান তার সারাটা জীবন আপনাদের সেবা করে গেছেন।
আপনাদের পাশে থেকেছেন। আমিও বাবার মতো সারাজীবন আপনাদের পাশে থেকে সেবা করতে চাই। আপনাদের উন্নয়নে-নিরাপত্তায় জীবন উৎসর্গ করতে চাই।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ফরিদপুর-২ আসনের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, আমার কানে আসছে বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার আইডি কার্ড ও বিকাশ নম্বর চাচ্ছে একটা দল। এটা একদম বেআইনি। আপনাদের কাছে যদি কেউ ভোটার আইডি কার্ড চায়, বিকাশ নম্বর চায় তাহলে সেনাবাহিনী অথবা পুলিশকে জানাবেন। কারণ এগুলো যারাই করছে, বেআইনি কাজ করছে। নির্বাচনকে বিনষ্ট করার গভীর ষড়যন্ত্র এটা।
সভায় গট্টি ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল মাতুব্বারের সভাপতিত্বে ও গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলুর আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনির মোল্যা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত শরীফ, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান চয়ন মিয়া, সাবেক উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ নুরু, বিএনপি নেতা নুরুদ্দিন মাতুব্বর, আবু মিয়া, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, এনায়েত হোসেন, সালথা উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল মাতুব্বর, ছাত্রদল নেতা রাজ প্রমুখ। এ ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এমআই/এসএন