ম্যাচ গড়াপেটা ও দুর্নীতির দায়ে সাবেক জাতীয় দলের কোচ লি তিয়েসহ মোট ৭৩ জনকে আজীবন নিষিদ্ধ করেছে চীনা ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফএ)। পাশাপাশি ১৩টি পেশাদার ক্লাবকে জরিমানা ও পয়েন্ট কাটার শাস্তি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সিএফএর পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘শৃঙ্খলা প্রতিষ্ঠা, ফুটবল পরিবেশ পরিশুদ্ধ করা এবং ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করতে’ এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। সিএফএর সরকারি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে নির্দিষ্ট করে বলা হয়নি, সর্বশেষ কোন সময়ে এই ম্যাচ গড়াপেটার ঘটনাগুলো ঘটেছে বা পৃথক মামলাগুলোর বিস্তারিত কী।
এই শাস্তি চীনের প্রেসিডেন্ট সি জিন পিংয়ের নেতৃত্বে চলমান দুর্নীতিবিরোধী অভিযানের অংশ। অভিযানের আওতায় ইতিমধ্যে সিএফএর একাধিক শীর্ষ কর্মকর্তা অপসারিত হয়েছেন এবং ম্যাচ গড়াপেটা ও জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বহু খেলোয়াড়কে নিষিদ্ধ করা হয়েছে।
আজীবন নিষিদ্ধদের মধ্যে উল্লেখযোগ্য লি তিয়ে। সাবেক এই এভারটন মিডফিল্ডার ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত চীনের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ ছিলেন। তবে কোচিং ছাড়ার পর দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন তিনি। গত বছরের ডিসেম্বর মাসে ঘুষ গ্রহণের দায়ে তাকে ২০ বছরের কারাদণ্ড দেন আদালত। একইভাবে সিএফএর সাবেক চেয়ারম্যান চেন সুইয়ুয়ান ১ কোটি ১০ লাখ মার্কিন ডলার ঘুষ নেয়ার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।
শাস্তির আওতায় পড়েছে চীনের শীর্ষ লিগ চাইনিজ সুপার লিগের ক্লাবগুলোও। ২০২৫ মৌসুমে অংশ নেয়া ১৬ দলের মধ্যে ১১টি দল পয়েন্ট কাটা ও অর্থদণ্ডের মুখে পড়বে। ২০২৬ মৌসুম শুরু হলে তিয়ানজিন জিনমেন টাইগার ও গত মৌসুমের রানার্সআপ সাংহাই শেনহুয়া—এই দুই দলের ১০ পয়েন্ট করে কেটে নেয়া হবে। পাশাপাশি প্রত্যেক ক্লাবকে দিতে হবে ১০ লাখ ইউয়ান (প্রায় ১ লাখ ৪৪ হাজার মার্কিন ডলার) জরিমানা।
টানা তিনবারের লিগ চ্যাম্পিয়ন সাংহাই পোর্ট ও ঐতিহ্যবাহী বেইজিং গুয়ান ক্লাবের পাঁচ পয়েন্ট করে কেটে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া এই দুই ক্লাবকে দিতে হবে চার লাখ ইউয়ান করে জরিমানা।
চীনা ফুটবলে দীর্ঘদিন ধরেই ম্যাচ গড়াপেটা ও দুর্নীতির অভিযোগ রয়েছে। সাম্প্রতিক এই কঠোর শাস্তিকে দেশটির ফুটবল সংস্কারে বড় পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। তবে এত ব্যাপক নিষেধাজ্ঞা ও শাস্তির পরও মাঠের ভেতরে ও বাইরে আস্থা ফিরবে কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
টিজে/টিকে