ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কুমিল্লার লাকসামে নির্বাচনী জনসভা করতে আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় লাকসাম স্টেডিয়ামে এ জনসভা অনুষ্ঠিত হবে। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
নির্বাচনী জনসভার প্রস্তুতির বিষয়ে জানাতে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দীন ছিদ্দিকীর প্রধান নির্বাচনী কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
প্রেস ব্রিফিংয়ের জামায়াত নেতারা জানান, জনসভায় দেড় লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের সমাগম হবে। সেখানে জামায়াতের আমির ১১ দলীয় জোটের প্রার্থীদের নিয়ে কথা বলবেন। পাশাপাশি লাকসাম-মনোহরগঞ্জের মানুষের সমস্যা, মানবতার কল্যাণ, ছাত্রসমাজ ও শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
এমআর/টিকে