টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা নকুল মেহতা সম্প্রতি বলিউডে একটি ছবি থেকে বাদ পড়ার অদ্ভুত অভিজ্ঞতা প্রকাশ করেছেন। নকুল জানান, এক নামী পরিচালক-প্রযোজকের সঙ্গে দীর্ঘ আলোচনার পরেও তিনি ছবির জন্য নির্বাচিত হননি। কারণটি ছিল একেবারে অপ্রত্যাশিত অভিনেতার সুন্দর মুখশ্রী।
নকুল জানান, “একসময়ে রাজস্থানের এক রাজকুমারের চরিত্রে অভিনয় করার কথা ছিল। চিত্রনাট্য আলোচনা, ফটোশুট এবং ওয়ার্কশপও সম্পন্ন হয়েছিল। কিন্তু হঠাৎ আমাকে ফোন করে বলা হয়, তুমি এত সুন্দর যে ছবির জন্য নেওয়া যাবে না।” অভিনেতা স্বীকার করেন, প্রথমে তিনি বিভ্রান্ত হন, কিন্তু পরে বুঝতে পারেন যে প্রযোজক-পরিচালকের এই অজুহাতের চেয়ে ভালো ব্যাখ্যা আর সম্ভব ছিল না।
নকুল মেহতা ‘প্যায়ার কা দর্দ হ্যায়’, ‘ইশকবাজ’, ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমে টেলিপর্দায় দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। এইবার তিনি অকপটভাবে ছবির সুযোগ হাতছাড়া হওয়া নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেছেন। অভিনেতার বক্তব্য এই ভেবে দর্শকদের মন খারাপ হলেও, তার খোলামেলা স্বীকারোক্তি অনেক অনুরাগীর জন্য শিক্ষণীয়।
পিআর/টিকে