খ্যাতির শিখরে থাকা সত্ত্বেও অরিজিৎ সিং ও স্ট্যান্ডআপ কমেডিয়ান জাকির খান আচমকা কেরিয়ারে বিরতি নেওয়ার খবর প্রকাশ্যে এসেছে। সাধারণ দর্শকের চোখে এই সিদ্ধান্ত যেন হঠাৎ নেওয়া, কিন্তু মনোবিদরা বলছেন, এটি কোনও মানসিক অবসাদের ফল নয়। কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের মনস্তত্ত্ববিদ ডাঃ বৈদ্যনাথ ঘোষ দস্তিদার জানিয়েছেন, এই ধরনের ব্যক্তিত্বদের মধ্যে সবকিছুই পূর্ব পরিকল্পিত।
অরিজিৎ সিং ছোটবেলা থেকেই গানের প্রতি নিজের লক্ষ্য স্থির করেছিলেন। সেই লক্ষ্যকে সামনে রেখে দীর্ঘ বছর পরিশ্রম করেছেন, সাফল্য পেয়েছেন। এই পর্যায়ে এসে নিজের ইচ্ছামতো বিরতি নেওয়া সম্পূর্ণ স্বাভাবিক এবং এটি মানসিক চাপ বা হতাশার সঙ্গে সম্পর্কিত নয়। জাকির খানের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এঁরা সাধারণ মানুষের মতো প্রতিকূলতায় ভোগেন না, বরং নিজের কাজের প্রতি ফোকাসড।
মনোবিদ আরও বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়া মানেই ব্যক্তিত্বের আত্মবিশ্বাস, আত্মনিয়ন্ত্রণ এবং নিজের কাজের প্রতি দৃষ্টিভঙ্গির প্রমাণ। এরা শুধু অর্থ ও খ্যাতি নয়, নিজের ইচ্ছাপূরণকেও গুরুত্বপূর্ণ মনে করেন। নিজের কাজে ফোকাস রাখাই এই ধরনের তারকার বৈশিষ্ট্য।
অরিজিৎ ও জাকিরের এই পদক্ষেপ দর্শক এবং অনুরাগীদের জন্যও এক ধরনের প্রেরণা। খ্যাতির মধ্যগগনে এমন সিদ্ধান্ত নেয়ার সাহস দেখালেও এটি মানসিক অবসাদের কোনো ইঙ্গিত দেয় না। বরং এটি দেখায়, সফলতার সংজ্ঞা শুধুমাত্র অর্থ, জয় বা খ্যাতি নয়, নিজের ইচ্ছাপূরণ এবং পরিকল্পিত সিদ্ধান্ত নেওয়াও জীবনের অবিচ্ছেদ্য অংশ।
এই ঘটনা দর্শকদের মনে প্রশ্নও জাগিয়েছে, সেলিব্রিটিরা কখনও কখনও নিজের ব্যক্তিগত লক্ষ্য ও স্বাচ্ছন্দ্যকেই প্রাধান্য দিতে পারেন। এ ধরনের সিদ্ধান্ত শুধু স্ব-প্রতিরক্ষা নয়, বরং কেরিয়ারের গভীর বোঝাপড়ার প্রতিফলন।
পিআর/এসএন