কক্সবাজারের টেকনাফে অপহরণের দুই দিন পর অবশেষে মুক্তিপণ দিয়ে ঘরে ফিরেছেন অপহৃত সেই ছয় কৃষক। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন চন্দ্র রুদ্র বিষয়টি নিশ্চিত করেছেন।
ফিরে আসা কৃষকরা হলেন: টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার এলাকার সোলতান ফকিরের ছেলে মো. জমির (৬২), এজাহার হোছনের ছেলে মো. আলম (১৮), শামশুল আলমের ছেলে জাহেদ হোছন ওরফে মুন্না (৩০), রবিউল আলমের ছেলে মো. শফিউল আলম (১৩) এবং একই ইউনিয়নের কম্বনিয়া পাড়া আশ্রয়ণ প্রকল্পের মোজাহার মিয়া (৫০) ও তার ছেলে মোস্তাক (১২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৮টার দিকে তারা বাড়িতে ফিরে আসেন। তাদের ছাড়িয়ে আনতে অপহরণকারীরা পরিবারের কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা মুক্তিপণ আদায় করেছে বলে জানা গেছে।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন চন্দ্র রুদ্র বলেন, ‘গত মঙ্গলবার সকালে হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার পাহাড়ি এলাকা থেকে ৬ কৃষককে অপহরণ করে দুর্বৃত্তরা। এরপর থেকে তাদের উদ্ধারে পাহাড়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার রাতে তারা ঘরে ফিরেছেন। শুনেছি ৬ লাখ টাকার মতো মুক্তিপণ দিয়ে তারা ছাড়া পেয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা ভুক্তভোগীদের কাছ থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করেছি। তদন্তের স্বার্থে অনেক কিছু এখন বলা যাচ্ছে না। অপরাধীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।’
হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল বলেন, ‘বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পাহাড়ি নির্জন এলাকায় অপহৃত ব্যক্তিদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়। পরে পাহাড়ি তলাজুড়ি পানির ছড়ায় তাদের ছেড়ে দেয়া হয়। পাহাড়ি পথ চেনা থাকায় তারা নিজেরাই হেঁটে লোকালয়ে ফিরে আসেন।’
হোয়াইক্যং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চৌকিদার আক্তার জানান, মুক্তিপণে ফিরে আসা ৬ জন বর্তমানে নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) কৃষিকাজ ও লাকড়ি সংগ্রহ করতে গিয়ে হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার পাহাড়ি এলাকা থেকে অস্ত্রের মুখে অপহৃত হন এই ছয়জন।
এমআই/এসএন