বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান বলেছেন, ‘আমরা বিশ্বাস করি, শিশুরাই জাতির ভবিষ্যৎ। আজকের শিশু হবে আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিক।’
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে বগুড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের জন্য হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডা. জুবাইদা রহমানের পক্ষ থেকে সিএসএফ গ্লোবাল সংগঠন হুইল চেয়ারবিতরণ করে।
জুবাইদা রহমান বলেন, ‘আমাদের রাজনীতি, সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জাতিকে শিক্ষা, স্বাস্থ্য এবং ক্রীড়ায় এগিয়ে নিতে চাই। এ জন্য নানামুখি পদক্ষেপ নেওয়া হবে।’
এ সময় শিক্ষাব্যবস্থাকে বইমুখী পাঠের গণ্ডি থেকে বের করে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ‘হ্যাপিনেসভিত্তিক শিক্ষা কার্যক্রম’ চালুর উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও উপস্থিত ছিলেন।
এসএস/এসএন