জুলুমের শিকার হয়ে কেউ যাতে জালেম না হন, সেদিকে খেয়াল রাখার তাগিদ দিয়েছেন নেত্রকোনা-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল।
নির্বাচনী প্রচারণার নবম দিন শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মহিষাসুরা আশ্রমে নির্বাচনী প্রচারণার সময় এই আহ্বান জানান তিনি।
কায়সার কামাল বলেন, ‘প্রতিহিংসাপরায়ণ না হয়ে অন্য দলের চেয়ে বিএনপির অবস্থান কীভাবে আলাদা করা যায় সেটাই মুখ্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা তারেক রহমান কখনো প্রতিহিংসাপরায়ণ হন নাই। এটাই বিএনপির রাজনীতি।’
তিনি আরও বলেন, ‘কারও ওপর জুলুম করলে, সেই শাস্তি দ্বিগুণ হয়ে ফিরে আসে। দেশনেত্রীকে এক কাপড়ে বাড়ি ছাড়া হতে হয়েছিল।’
শতভাগ দুর্নীতিমুক্ত থেকে কাউকে দুর্নীতি না করতে দেয়ার দৃঢ়প্রতিজ্ঞা করেন ধানের শীষের এই প্রার্থী। তিনি বলেন, ‘দুর্নীতি করে কাউকে অতিরিক্ত সুবিধা দেয়া হবে না, নেয়াও হবে না।’
কায়সার কামাল বলেন, ‘আমরা অভিভাবক হিসেবে এমন কোনো কাজ করবো না যাতে শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানের মাথা নিচু হয়। বিএনপির পক্ষ থেকে ফ্যামিলি কার্ড দেশের সাড়ে ৪ কোটি মানুষকে পর্যায়ক্রমে দেয়া হবে। পরিবারের স্ত্রীর নামে ফ্যামিলি কার্ড করা হবে। যেহেতু মায়েরা নিঃস্বার্থভাবে পরিবার সামলায়।’
মায়েদের কার্ড নিয়ে কেউ দুর্নীতি করলে আইনের সব মারপেঁচে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপি মনোনীত এই প্রার্থী।
তিনি বলেন, ‘কৃষককার্ড দিয়ে কৃষকরা ন্যাযমূল্যে সার এবং বীজ পাবে। ধর্ম, বর্ণ, মত নির্বিশেষে সবার নিরাপত্তার বন্দোবস্ত করা হবে।’
এমআই/এসএন