খুলনা-৬ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে জনসভা আয়োজন ও অংশগ্রহণের অভিযোগে ৪ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। অভিযুক্তদের মধ্যে কয়রা উপজেলার একটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং তিনটি মাদরাসার শিক্ষক রয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নির্বাচনী অনুসন্ধান কমিটির সদস্য ও যুগ্ম জেলা ও দায়রা জজ ইয়াসমিন নাহার এই শোকজ নোটিশ জারি করেন।
নোটিশ পাওয়া শিক্ষকরা হলেন কয়রার কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওলিউল্লাহ, ঘুগরাকাটি ফাজিল ডিগ্রি মাদরাসার ইংরেজি প্রভাষক মো. শরিফুল ইসলাম, একই মাদরাসার সহকারী মৌলবী মাওলানা রফিকুল ইসলাম এবং বেজপাড়া দাখিল মাদরাসার শিক্ষক নজরুল ইসলাম।
নোটিশে উল্লেখ করা হয়, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের কোনো রাজনৈতিক দলের পক্ষে প্রচারণায় অংশ নেওয়া নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। অভিযুক্তদের নির্ধারিত সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তাঁদের বিরুদ্ধে আইনি ও বিভাগীয় কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
এবি/টিকে