যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের বর্তমান চেয়ারম্যান জেরোম পাওয়েলের মেয়াদ শেষের পথে থাকায় কেভিন ওয়ার্শকে নতুন চেয়ারম্যান মনোনীত করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার।
প্রতিবেদন মতে, আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প জানান, ফেডারেল রিজার্ভের ১৭তম চেয়ারম্যান হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর কেভিন ওয়ার্শকে মনোনয়ন দিচ্ছি।
কেভিন ওয়ার্শকে দীর্ঘদিনের পরিচিত এবং দক্ষ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি মার্কিন ইতিহাসের অন্যতম সেরা ফেড চেয়ারম্যান হিসেবে নিজেকে প্রমাণ করবেন বলে তিনি আশাবাদী।
চলতি বছরের মে মাসে বর্তমান চেয়ারম্যান জেরোম পাওয়েলের মেয়াদ শেষ হচ্ছে। তার উত্তরসূরি হিসেবে মনোনীত ৫৫ বছর বয়সি কেভিন ওয়ার্শ বর্তমানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির হুভার ইনস্টিটিউশনে ভিজিটিং ফেলো হিসেবে কর্মরত।
এর আগে ২০০৬ সালে মাত্র ৩৫ বছর বয়সে সর্বকনিষ্ঠ গভর্নর হিসেবে ফেডারেল রিজার্ভে যোগ দিয়ে ইতিহাস গড়েন ওয়ার্শ। জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের সময় হোয়াইট হাউসে অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময় আর্থিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
আরআই/টিকে