আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কোনো ধরনের মারণাস্ত্র ব্যবহারের পক্ষে নয় বিজিবি বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে বেইজ ক্যাম্পে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কর্নেল এস এম আবুল এহসান বলেন, ‘কোনো মহল যাতে নির্বাচনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে জন্য ১৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।’
তিনি বলেন, এবারেই প্রথম বিজিবি তল্লাশিতে বিশেষ ডগ স্কোয়াড ব্যবহার করবে। জরুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে রেপিড কুইক রিঅ্যাকশন ফোর্স ও হেলিকপ্টার নিয়োজিত থাকবে। বডি অন ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরাসহ অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে দায়িত্ব পালন করবেন বিজিবির সদস্যরা। অত্যন্ত কম বল প্রয়োগ করে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বলেও জানান বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার।
এমআই/টিএ