হলিউডের প্রখ্যাত অভিনেত্রী ক্যাথরিন ও’হারার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে হলিউড চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনে। ‘হোম অ্যালোন’ চলচ্চিত্রে কেট ম্যাককালিস্টার চরিত্রে অভিনয়ের মাধ্যমে যিনি পুরো একটি প্রজন্মের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন, সেই অভিনেত্রীকে স্মরণ করে আবেগঘন বার্তা দিয়েছেন তাঁর সহশিল্পী ও অনুরাগীরা।
‘হোম অ্যালোন’-এ তাঁর অন-স্ক্রিন ছেলে কেভিন ম্যাককালিস্টারের ভূমিকায় অভিনয় করা ম্যাকাওলে কালকিন ইনস্টাগ্রামে একটি কোলাজ শেয়ার করে লিখেছেন,“মা। আমি ভেবেছিলাম আমাদের আরও সময় আছে। তোমার পাশে বসে অনেক কথা বলতে চেয়েছিলাম। তুমি আমাকে শুনেছ। কিন্তু আমার বলার ছিল আরও অনেক কিছু। আমি তোমাকে ভালোবাসি। আবার দেখা হবে।”
এই আবেগঘন বার্তা ইতোমধ্যেই ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। অন্যদিকে, ‘হোম অ্যালোন’-এর আরেক সহশিল্পী জো পেসি ইউএসএ টুডে-কে দেওয়া এক বিবৃতিতে বলেন, “তিনি ছিলেন একজন অসাধারণ অভিনেত্রী। তাঁকে খুব মিস করবো। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন।”
শিটস ক্রিক-এর সহ-স্রষ্টা ও অভিনেতা ড্যান লেভি ক্যাথরিন ও’হারাকে তাঁর “বর্ধিত পরিবারের সদস্য” বলে উল্লেখ করেন। তিনি বলেন,“তাঁকে ছাড়া একটি পৃথিবী কল্পনা করা কঠিন। তাঁর সঙ্গে কাটানো প্রতিটি হাস্যকর ও সুন্দর স্মৃতি আমি আজীবন আগলে রাখব।”
অভিনেতা ও পরিচালক সেথ রোগান, যিনি অ্যাপল টিভি প্লাসের সিরিজ দ্য স্টুডিও-তে তাঁর সঙ্গে কাজ করেছিলেন, বলেন,“প্রথম দেখাতেই আমি তাঁকে বলেছিলাম- পর্দায় দেখা সবচেয়ে মজার মানুষ তিনি। হোম অ্যালোন ছিল সেই সিনেমা, যা আমাকে চলচ্চিত্র বানাতে অনুপ্রাণিত করেছে। তাঁর সঙ্গে কাজ করা ছিল আমার জন্য বিরাট সম্মান।”
দ্য লাস্ট অব আস সিজন ২- এ সহশিল্পী পেদ্রো পাসকাল লেখেন,“তোমার পাশে থাকা ছিল এক সৌভাগ্য। চিরকৃতজ্ঞ। এই পৃথিবীতে আলো এখন একটু কমে গেল, কিন্তু তোমাকে পাওয়া এই পৃথিবী সবসময় তোমাকে ধরে রাখবে।”
এছাড়াও জেমি লি কার্টিস, মাইকেল কিটন, মেলানি লিনস্কি, ক্রিস এলিয়ট, ব্রুক শিল্ডস, এলেন ডি জেনেরেস, জন স্ট্যামোস, মার্টিন স্করসেজি, মেরিল স্ট্রিপ, মাইক মায়ার্স ও রন হাওয়ার্ডসহ অসংখ্য তারকা ক্যাথরিন ও’হারার শিল্পীসত্তা ও অবদান স্মরণ করেছেন।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তাঁকে ‘জাতীয় কিংবদন্তী’ হিসেবে আখ্যায়িত করেন। আর এসসিটিভি-এর সহশিল্পী আন্দ্রেয়া মার্টিন বলেন, “তিনি ছিলেন সর্বকালের সেরা।”
শেষ পর্যন্ত কর্মমুখর ছিলেন ক্যাথরিন ও’হারা। মৃত্যুর আগ পর্যন্ত অভিনয়ে সক্রিয় ছিলেন তিনি। তাঁর শেষ কাজের মধ্যে রয়েছে সিরিজ দ্য স্টুডিও-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্র এবং দ্য লাস্ট অব আস সিজন ২- এ অতিথি উপস্থিতি। এছাড়া ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত তথ্যচিত্র জন ক্যান্ডি: আই লাইক মি-তেও তাঁকে দেখা গেছে।
এসএস/টিএ