টলিউডে বক্স অফিস সংঘাতের সম্ভাবনা ক্রমেই ঘনীভূত হচ্ছে। রামচরণের বহুল প্রতীক্ষিত ছবি ‘পেড্ডি’ মুক্তির লক্ষ্য স্থির করেছে ১ মে, ২০২৬—যে তারিখে আগেই রিলিজ লক করে রেখেছে অখিল আক্কিনেনির কামব্যাক প্রোজেক্ট ‘লেনিন’। প্রথমে ২৭ মার্চ, রামচরণের জন্মদিনে মুক্তির কথা থাকলেও শুটিং বিলম্বে তারিখ সরাতে বাধ্য হন নির্মাতারা, আর তাতেই তৈরি হয়েছে সরাসরি সংঘর্ষের পরিস্থিতি।
‘এজেন্ট’ ব্যর্থতার পর অখিলের কাছে ‘লেনিন’ ব্যক্তিগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছবির প্রচারও ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়েছে, ফলে মুক্তির তারিখ বদলানো হলে বড় ধাক্কা খেতে পারে প্রোজেক্টটি। অন্যদিকে, রামচরণের বিপুল স্টার পাওয়ার ও ইন্ডাস্ট্রি প্রভাবও উপেক্ষা করার নয়। ইন্ডাস্ট্রি সূত্রের মতে, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নির্ভর করতে পারে দুই তারকার ব্যক্তিগত সম্পর্কের ওপর—যা দীর্ঘদিনের বন্ধুত্বে গড়া। এখন প্রশ্ন একটাই—কে আগে চোখের পলক ফেলবে? পুরো ইন্ডাস্ট্রির নজর ১ মে-র দিকে।
এবি/টিএ