ন্যাশনাল ফুটবল লিগের নিয়মিত মৌসুমের আরেকটি ম্যাচ হতে যাচ্ছে ঐতিহাসিক সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে। এনএফএল-এর সঙ্গে নতুন চুক্তি অনুযায়ী আগামী অক্টোবর বা নভেম্বরে আমেরিকান ফুটবলের একটি ম্যাচ হতে যাচ্ছে।
এনএফএল ও রিয়ালের মধ্যে সম্মত হওয়া এই চুক্তিটি ইউরোপ ও এর বাইরে লিগটির আন্তর্জাতিক সম্প্রসারণের অংশ। এছাড়া বহুমুখী ভেন্যু হিসেবে বার্নাব্যুর ক্রমবর্ধমান খ্যাতির গুরুত্বও বাড়াবে এই চুক্তি।
গত বছর বার্নাব্যু ইতিহাস গড়ে প্রথমবার স্পেনে এনএফএল ম্যাচের আয়োজন করে, গত ১৬ নভেম্বরের সেই ম্যাচে মায়ামি ডলফিনস অতিরিক্ত সময়ের পর ওয়াশিংটন কমান্ডারদের ১৬-১৩ ব্যবধানে হারায়।
সেই ম্যাচে ৭৮,৬১০ জন দর্শক গ্যালারিতে ছিলেন। এই বিষয়টি আমেরিকান ফুটবলের প্রতি স্পেনের প্রবল আগ্রহ প্রমাণ করে এবং এনএফএল-এর আন্তর্জাতিক ক্যালেন্ডারে মাদ্রিদের অবস্থান আরও সুসংহত করেছে।
আর্থিকভাবেও ২০২৫ সালের ম্যাচটি রিয়াল মাদ্রিদ ও লিগ উভয়ের জন্যই একটি সাফল্য ছিল। অনুমান করা হয় যে, এই আয়োজনে টিকিট বিক্রি, আতিথেয়তা, পর্যটন ও শহরের সংশ্লিষ্ট ব্যয় থেকে সম্মিলিতভাবে ৮ কোটি ইউরোরও বেশি রাজস্ব তৈরি করেছিল, সাথে স্পনসরশিপ এবং মিডিয়া স্বত্ব চুক্তি থেকে অতিরিক্ত বাণিজ্যিক সুযোগও তৈরি হয়েছিল।
সম্প্রতি আধুনিকায়নের মাধ্যমে বার্নাব্যুকে অত্যাধুনিক বহুমুখী অ্যারেনায় রূপ দেওয়া হয়েছে। দ্রুত ফুটবলের বাইরে বড় ধরণের বৈশ্বিক ইভেন্টগুলোর জন্য একটি আকর্ষণীয় ভেন্যু হয়ে উঠতে শুরু করেছে এই আইকনিক স্টেডিয়াম।
এনএফএল আয়োজন করা রিয়ালের আয়ের নতুন উৎস হিসেবে মনে করা হচ্ছে। এছাড়া তাদের বৈশ্বিক ব্র্যান্ডকে শক্তিশালী করার কৌশলের একটি অংশও এটি।
আরআই/টিকে