করোনা: রাজশাহী বিভাগে একদিনে আক্রান্ত ৬০ জন

রাজশাহী বিভাগে একদিনে ৬০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট ৪১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে নাটোর জেলায় ৩০ জন, চাঁপাইনবাবগঞ্জে ২১ জন, বগুড়ায় আটজন এবং রাজশাহীতে একজন রয়েছেন।

ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য বলেন, বিভাগের আট জেলায় এ পর্যন্ত করোনা ধরা পড়েছে ৪১৮ জনের। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ১৪০ করোনা রোগী। করোনায় প্রাণ গেছে বিভাগে তিনজনের। তবে করোনাজয় করে ঘরে ফিরেছেন ৭৩ জন।

তিনি আরও বলেন, বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি জয়পুরহাট জেলায়। এ জেলায় সবমিলিয়ে করোনা ধরা পড়েছে ১১৫ জনের। বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ করোনা ধরা পড়েছে বগুড়ায় ৮৬। এছাড়া নওগাঁয় ৮৩ জন, নাটোরে ৪৩ জন, চাঁপাইনবাবগঞ্জে ৩৭ জন, রাজশাহীতে ২১ জন, পাবনায় ১৭ এবং সিরাজগঞ্জে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৭ জন। এছাড়া মারা গেছেন তিনজন।

 

টাইমস/এইচইউ

Share this news on: