বায়তুল মোকাররমে হবে ঈদের পাঁচটি জামাত

করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবার ঈদুল ফিতরের জামাত খোলা ময়দানে বা ঈদগাহে অনুষ্ঠিত হবে না। সরকারের নির্দেশনা মেনে দেশের সব মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত আয়োজন করা হবে।

সেই সঙ্গে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে না বলে জানা গেছে। তবে স্বাস্থ্যবিধি ও শারীরিক দুরত্ব মেনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদের জামাত আয়োজন করা হয়েছে। ইসলামিক ফাইন্ডেশন এসব তথ্য জানিয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, ঈদের দিন সোমবার সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে করোনা প্রাদুর্ভাবের কারণে মুসল্লীদের মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায়, ব্যক্তিগত জায়নামাজ বাসা থেকে নিয়ে আসা, নামাজ শেষে কোলাকুলি না করা ও হাত না মেলানো থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

 

টাইমস/এসএন

Share this news on: