করোনায় ‘ভঙ্গুর’ স্বাস্থ্য ব্যবস্থা : বেড়েছে বৈষম্য

কোভিড-১৯ রোগে কেউ সংক্রমিত হলে চিকিৎসা করাচ্ছেন দেশসেরা হাসপাতালে, কেউ বা আবার সরকারি হাসপাতালে ঠাঁই না পেয়ে ঢলে পড়ছেন মৃত্যুর কোলে। কেউ সংক্রমিত হলে তাকে হাসপাতালে নিতে একাধিক মানুষ এগিয়ে আসছেন, কেউ আবার নিঃসঙ্গ মৃত্যুকে আলিঙ্গন করছেন। করোনাকালে বাংলাদেশের এমন সামাজিক বৈষম্য হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য টেলিগ্রাফে প্রতিবেদনে বলা হয়েছে।

টেলিগ্রাফের এশিয়ান অঞ্চলের লেখক সুসন্নাহ সেভেজ তার প্রতিবেদনে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরতে গিয়ে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ‘ভঙ্গুর’ বলে মন্তব্য করেছেন।

সামাজিক বৈষম্যকে চিত্রায়ন করতে লেখার শুরুতে তিনি সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ঘটনার কথা উল্লেখ করেন।

প্রতিবেদনে বলা হয়- “বদর উদ্দিন আহমদ কামরানকে বহনকারী হেলিকপ্টার ঢাকায় নামতেই স্বাস্থ্য কর্মকর্তাদের ছোট একটা জটলা লেগে যায়। ক্ষমতাসীন দলের প্রভাবশালী এই সদস্যকে তড়িঘড়ি করে নেয়া হয় বাংলাদেশের প্রিমিয়ার স্বাস্থ্যসেবা সুবিধা থাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।”

এতে বলা হয়, “বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্তের মধ্যে হাতেগোনা কয়েকজন মানুষ এখানে চিকিৎসা নিতে পারছেন। এর ঠিক কয়েক মাইল দূরে অনেক হতভাগ্য ভুক্তভোগী অজ্ঞান হয়ে পড়ে থাকছেন।’

বাংলাদেশের স্বাস্থ্যসেবার সমালোচনা করে প্রতিবেদনে বলা হয়েছে, “মহামারীর আঘাত ১৭ কোটি জনসংখ্যার ঘনবসতিপূর্ণ দেশটির ‘ভঙ্গুর’ স্বাস্থ্য ব্যবস্থার ফাটলগুলো যেন স্পষ্ট হয়ে উঠেছে।

বাংলাদেশের জনস্বাস্থ্য গবেষণা সংস্থা এমিনেন্সের সিইও ড. শামীম তালুকদারকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, করোনা রোগী শনাক্ত করতে যে হারে দেশটিতে টেস্ট হচ্ছে সেটি ‘খুব কম’।

ঢাকার বাইরের শনাক্তকরণ মান নিয়ে প্রশ্ন তুলে শামীম তালুকদার বলেন, “আমাদের সঠিক প্রশিক্ষণ নেই। প্রচুর ফলস নেগেটিভ আসছে।”

বিশেষজ্ঞদের ধারণা, সঠিকভাবে পরীক্ষা করতে পারলে সরকারি তালিকায় মৃতের সংখ্যাও বাড়বে। ঢাকার আজিমপুর কবরস্থানের তত্ত্বাবধায়ক জানান, স্বাভাবিক সময়ের চাইতে গত দুই মাসে প্রায় দ্বিগুণ কবর খনন করা হয়েছে।

কোভিড-১৯ আক্রান্তদের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে ঢাকার রায়েরবাজার কবরস্থান। সেখানকার তত্ত্বাবধায়ক জানান, মে মাসের শেষ পর্যন্ত প্রায় ৩০০ জন কোভিড রোগীকে সেখানে কবর দেয়া হয়েছে। অন্যদিকে কোভিডে মারা যাননি এমন মৃতদেহের সংখ্যা আগের তুলনায় এখন দিনে গড়ে ১০টি বেড়েছে।

করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার ওপরেও ধাক্কা আসতে শুরু করেছে।

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন জানান, বাংলাদেশে একটা ফাঁকা স্বাস্থ্যসেবা ব্যবস্থা তৈরি হয়েছে। চকচকে হাসপাতাল কখনও কখনও সিঙ্গাপুর বা থাইল্যান্ডের ভবনের মতো দেখালেও বেশিরভাগ ক্ষেত্রেই ভেতরে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম নেই, নেই প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী।

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
জুলাই আন্দোলনে রিয়ার মৃত্যু, ২০০ জনের বিরুদ্ধে মামলা Jul 02, 2025
স্ক্রিপ্ট নয়, স্ক্রিন ভাগাভাগি নিয়েই এখন চলছে রাজনীতি Jul 02, 2025
img
ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ২য় পর্যায়ের বৈঠক শুরু হচ্ছে আজ Jul 02, 2025
img
বিপ্লব সব সময় বিপ্লবীদের খেয়ে ফেলে : গোলাম মাওলা রনি Jul 02, 2025
img
আদানির পাওনা পরিশোধ করেছে বাংলাদেশ Jul 02, 2025
img
কোটা সংস্কার থেকে গণবিপ্লব, এক বছরের মাথায় ফিরে দেখা সেই ২ জুলাই Jul 02, 2025
সুস্থ জীবনের জন্য সুন্নত | ইসলামিক টিপস Jul 02, 2025
১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনের মুখে ডলার Jul 02, 2025
img
ট্রাম্প-মাস্ক সম্পর্কের ভাঙন! Jul 02, 2025
img
লিবিয়ায় আটক বাংলাদেশিদের দেশে ফেরাতে নতুন নিবন্ধন শুরু Jul 02, 2025
img
অর্থবছরের শুরুতেই মোংলা বন্দরে একসঙ্গে ৪ বিদেশি জাহাজ Jul 02, 2025
তারা ভেবেছে, নারীঘটিত বিষয় নিয়ে প্রচারে আমার ভোট কমে যাবে Jul 02, 2025
img
অ্যাকশন বনাম কমেডি: বলিউডের বছর শেষের বড় লড়াই Jul 02, 2025
img
বাহরাইনের যুববিষয়ক মন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ Jul 02, 2025
img
নেতানিয়াহুর দেশের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা স্পেনের স্টিল কোম্পানির Jul 02, 2025
img
বৃহস্পতিবার ঢাকার যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে Jul 02, 2025
img
আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলার অভিযোগপত্র দাখিল Jul 02, 2025
img
ঢাকায় দায়িত্ব নিলেন সৌদির নতুন রাষ্ট্রদূত জাফর আবিয়াহ Jul 02, 2025
img
সমুদ্রগামী জাহাজ মালিকের দেশের তালিকায় ৩৫তম স্থানে বাংলাদেশ Jul 02, 2025
img
আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইটে বড় ধরনের সাইবার হামলা Jul 02, 2025