বিনামূল্যে সেবা বন্ধ, করোনা টেস্টের সর্বনিম্ন ফি ২০০ টাকা

এতোদিন সরকারিভাবে বিনামূল্যে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা গেলেও এখন থেকে ব্যক্তিগতভাবে ফি দিতে হবে। নতুন এই নিয়ম অনুযায়ী কোভিড-১৯ পরীক্ষার (টেস্ট) ফি সর্বনিম্ন ২০০ টাকা নির্ধারণ করেছে সরকার।

সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, নির্ধারিত বুথ ও হাসপাতালে ভর্তি হওয়া রোগীর থেকে গৃহীত নমুনা পরীক্ষার জন্য ২০০ টাকা ফি লাগবে। তবে কোনো রোগীর নিজ বাসা থেকে যদি নমুনা সংগ্রহ করা লাগে, সেক্ষেত্রে পরীক্ষা বাবদ ৫০০ টাকা ফি প্রদান করতে হবে।

এছাড়া বেসরকারি হাসপাতাল ও বিশেষায়িত করোনা হাসপাতালে করোনা টেস্ট করার জন্যও পৃথক ফি নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। 

 

টাইমস/এসএন

Share this news on: