অর্থ আত্মসাৎ ও দুর্নীতির মামলায় নাজিব রাজাক দোষী সাব্যস্ত

মাল্টি-মিলিয়ন ডলার দুর্নীতির ৭টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, নাজিব রাজাকের বিরুদ্ধে উত্থাপিত বিশ্বাসভঙ্গ, অর্থপাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের সত্যতা মিলেছে এবং তা আদালতে প্রমাণিত হয়েছে। যদিও মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী বরাবরই অভিযোগগুলো অস্বীকার করে আসছিলেন।

বিবিসি জানিয়েছে, ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালীন নাজিবের বিভিন্ন কর্মকান্ড খতিয়ে দেখা হয়েছে। এতে তার বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগ সত্য প্রমাণিত হলো।

মালয়েশিয়ার সরকারের একটি সূত্র জানিয়েছে, দেশটির রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের (ওয়ানএমডিবি) অর্থ কেলেঙ্কারির এই মামলা বিশ্বব্যাপী প্রতারণা ও দুর্নীতির জাল উন্মোচন করেছে। আর এর মধ্যদিয়ে এটাই প্রমাণ হয়েছে যে, নাজিব রাজাক দুর্নীতি করেছেন।

সম্প্রতি দেশটির রাজধানী কুয়ালালামপুর হাইকোর্টের বিচারক মোহাম্মদ নাজলান মোহাম্মদ গাজালি আদালতে বলেন, এই মামলার সব তথ্যপ্রমাণ বিচার করে দেখা গেছে, প্রসিকিউশন তাদের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। কাজেই এ নিয়ে আর দ্বিমতের সুযোগ নেই।

 

টাইমস/এসএন

Share this news on: