পাকিস্তানের ৬৯ ভাগ মানুষ ইন্টারনেটের নাম শুনেনি!

তথ্য প্রযুক্তির এ যুগে পাকিস্তানের ৬৯ ভাগ মানুষই জানেন না ইন্টারনেট কী! দেশটির ১৫ থেকে ৬৫ বছর বয়সীদের নিয়ে শ্রীলঙ্কানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লাইমএশিয়ার করা এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে ।

পাকিস্তানের দুই হাজার পরিবারের সদস্যদের দেয়া তথ্যের ভিত্তিতে সমীক্ষাটি তৈরি করা হয়েছে।

২০১৭ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সমীক্ষাটি পরিচালনা করা হয়। যেখানে পর্যালোচনা করা হয়েছে, তারা আইসিটি সেবা গ্রহণ করেছে কি না। লাইমএশিয়ার দাবি, সমীক্ষাটি পাকিস্তানের ৯৮ ভাগ জনসংখ্যাকে প্রতিনিধিত্ব করেছে।

লাইমএশিয়া জানায়, পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটির (পিটিএ) ওয়েবসাইটে ১৫ কোটিরও বেশি সিম নিবন্ধনকারী রয়েছে বলে উল্লেখ আছে। কিন্তু সেখানে গ্রাহকদের কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।

গবেষণাটি ইঙ্গিত করে, এশিয়ার দেশগুলোর ইন্টারনেটের ব্যাপারে আগ্রহ নেই। বিশেষ করে পাকিস্তান; যেখানে দেশটির ৬৯ ভাগ মানুষ ইন্টারনেটের নামই শুনেনি।

গবেষণায় ‘সচেতনতার অভাব’কে ইন্টারনেট ব্যবহার না করার মূল কারণ দায়ী করা হয়েছে। সমীক্ষায় দেখা গেছে, ২৫ ভাগ মানুষের ফোনে ইন্টারনেট সুবিধা রয়েছে। বাকি ৫৩ ভাগ ফোনে ইন্টারনেটের অপশন নেই।

তবে পাকিস্তানে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে শহর-গ্রামের প্রভেদ মাত্র ১৩ ভাগ। এই প্রভেদ এশিয়ার দেশগুলির মধ্যে সবচেয়ে কম।

অন্যদিকে পাকিস্তানি নারীরা পুরুষদের চেয়ে ৪৩ ভাগ কম ইন্টারনেট ব্যবহার করেন। আর ভারতে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে নারী-পুরুষের প্রভেদ ৫৭ ও বাংলাদেশে ৬২ ভাগ।

এদিকে পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ) সমীক্ষাটির বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

Share this news on: