সফল কৃষক নবদ্বীপের চুই ঝালের কলম যাচ্ছে ভারতে

‘চুই ঝাল’ (লতা জাতীয় মসলা গাছ) চাষ করে সফল হয়েছেন খুলনার ডুমুরিয়া উপজেলার কৃষক নবদ্বীপ মল্লিক। খুলনা ও যশোর অঞ্চলে চুই ঝালের ব্যাপক চাহিদা রয়েছে। স্বল্প খরচ আর বেশি লাভ বলে স্থানীয় কৃষকরা ‘চুই’ চাষে দিন দিন আগ্রহী হচ্ছেন। মসলা জাতীয় চুই ঝাল ও তার কলম বিক্রির জন্য কোনো ঝামেলা পোহাতে হয় না। বর্তমানে প্রতিবেশী দেশ ভরতেও রপ্তানি করা হচ্ছে নবদ্বীপের চুই ঝালের কাটিং (কলম)।

লনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া গ্রামের সুভাষ মল্লিকের ছেলে কৃষক নবদ্বীপ মল্লিক প্রায় ১৮ বছর ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত। ২০১৬ সালে ডুমুরিয়া উপজেলা কৃষি অফিস থেকে প্রথম ‘চুই’ ঝাল চাষের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। এরপর তিনি সংশিষ্ট কৃষি অফিস থেকে পরীক্ষামূলকভাবে ২০০ চুই ঝালের কাটিং (কলম) সংগ্রহ করেন। পরবর্তী বছর কৃষক নবদ্বীপ নিজেদের ২০ শতাংশ জমিতে শুধু ভার্মি কম্পোষ্ট (কেঁচো সার) দিয়ে ছোট পলিথিনের প্যাকেটে ৭ হাজার কাটিং (কলম) তৈরি করতে সক্ষম হন। মাত্র আড়াই মাসের ব্যবধানে প্রতিটি কাটিং বিক্রি করে তিনি বেশ লাভবান হন।

চুই ঝাল লতা জাতীয় গাছ, চুইয়ের কাটিং যেকোনো হালকা উঁচু জায়গায় গাছের গোড়ায় রোপণ করা যায়। খুব কম সময়ের মধ্যে চুই গাছ অন্য গাছের সাথে সহজে জড়িয়ে যায়। বর্তমান নবদ্বীপের বাড়িতে প্রায় শতাধিক গাছসহ বিভিন্ন টবে চুই গাছ লতিয়ে আছে। নিয়মিত চুই ঝাল বাড়ি বসেই চড়া দামে বিক্রিও করা হচ্ছে। চুই গাছ রোপণের ২-৪ বছরের মধ্যে এর অকৃতি বিশাল হয়। একটি চুই গাছের পুরো অংশ জুড়ে স্বাভাবিকভাবে এক থেকে দেড় মণ পর্যন্ত এর বিস্তার ঘটে। যা কয়েক লাখ টাকায় বিক্রি সম্ভব। চুই শিকড় থেকে কাণ্ড পর্যন্ত চড়া দামে বিক্রি করা যায়। বর্তমান বাজারে প্রতি কেজি চুই ৫০০ থেকে ১২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাড়ি থেকে ফড়িয়ারা নগদ টাকায় কিনে নিয়ে যায়। কোনো পরিবহন খরচ লাগে না। তিন বছর আগে কৃষক নবদ্বীপ মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে চুই ঝালের চাষ শুরু করেন। চুই ঝালের চাষের ওপর নবদ্বীপ মল্লিক এখন অন্যান্য কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছেন।

নবদ্বীপ মল্লিক জানান, চট্টগ্রাম, খুলনা বিভাগের সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, ঝিনাইদহ, মেহেরপুর, যশোরসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে কৃষকরা তার বাড়ি থেকে চুই ঝালের কাটিং (কলম) নগদ টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে। তাছাড়া সম্প্রতি ভরতের একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধি দল বাংলাদেশে এসে শতাধিক চুই ঝালের কলম তার বাড়ি থেকে কিনে নিয়ে গেছে। ভারতে আরো অর্ডার থাকলেও চলমান করোনা মহামারির কারণে রপ্তানি করা যাচ্ছে না বলে তিনি জানান।

সম্প্রতি নবদ্বীপ ৬০০ চুই ঝালের কাটিং (কলম) ডুমুরিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী ও শিক্ষদের মাঝে বিনামূল্যে বিতরণ করেন। এলাকার চিংড়ি চাষীরা এখন তাদের ঘেরের বেড়িবাঁধ, ফসলি জমি ও বাড়ির অঙিনার আশপাশে চুই চাষ করছেন। বাড়তি আয়ের উৎস খুঁজে পাওয়ায় অন্যান্য কৃষকরা চুই চাষে আগ্রহী হচ্ছেন।

সংশ্লিষ্ট এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইক্তিয়ার হোসেন জানান, কৃষক নবদ্বীপ একজন সফল চুই ঝাল চাষি। চুই চাষে সব ধরণের সহযোগীতায় উপজেলা কৃষি বিভাগ তার পাশে আছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছাদ্দেক হোসেন জানান, নবদ্বীপের সাফল্যে ডুমুরিয়া উপজেলায় এখন আট শতাধিক কৃষক চুই চাষের সাঙ্গে যুক্ত হয়েছেন। অনেকেই চিংড়ি ঘেরের বেড়িবাঁধে (আইলে) অবশিষ্ট জায়গায় ‘ঝাঁড় চুই’ চাষ করে লাভবান হচ্ছেন। তাছাড়া চুই চাষীদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।



টাইমস/এসই/এসএন

Share this news on:

সর্বশেষ

img
'সৌদি আরবই এখন আমার ঠিকানা' Jul 01, 2025
img
শাকিব খানের ‘মেগাস্টার’ ট্যাগ নিয়ে তোপের মুখে জাহিদ হাসান Jul 01, 2025
img
পুরো অর্থনীতিই এখন মব এবং মামলার বাণিজ্যের মধ্যে ঢুকে গেছে : গোলাম মাওলা রনি Jul 01, 2025
img
১টি ত্রিপল, ৩টি সেঞ্চুরি - এক ইনিংসে ৮২০ রানের কীর্তি Jul 01, 2025
img
‘বজরঙ্গী ভাইজান’-এ অভিনয় করে কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন সেই মুন্নি! Jul 01, 2025
img
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবনির্বাচিত কমিটির আত্মপ্রকাশ Jul 01, 2025
img
'ফুটবলের প্রতি যে ভালোবাসা এখনও আমার ভিতরে আছে তা আমাকে চালিয়ে নিচ্ছে' Jul 01, 2025
img
‘জুলাই বললে লাল হয়ে যায় স্মৃতি’- প্রেস সচিব শেয়ার করলেন কবিতা Jul 01, 2025
img
এবার ‘ক্যাপ্টেন কুল’ নামটিও নিজের করে নিতে চান ধোনি Jul 01, 2025
img
জুলাই কেবল আবেগ নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক: প্রধান উপদেষ্টা Jul 01, 2025
img
শেখ হাসিনাসহ আসামিদের পক্ষে অভিযোগ গঠনের বিপক্ষে শুনানি আগামী সোমবার Jul 01, 2025
img
পাকিস্তানে ২ সপ্তাহের ব্যবধানে আবারও বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম Jul 01, 2025
img
আগামী বছরের শুরুতেই নির্বাচন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে প্রধান উপদেষ্টা Jul 01, 2025
img
আরেক মেয়াদে টিটুর সঙ্গে চুক্তি নবায়ন করল বাফুফে Jul 01, 2025
img
জাতীয় দলের নতুন নির্বাচক হিসেবে শিপনকে চায় বিসিবি Jul 01, 2025
ফেসবুক পোস্টে এই দিনটি স্মরণ করলেন উমামা ফাতেমা Jul 01, 2025
img
শহীদ আবু সাঈদের মায়ের দোয়া নিয়ে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু Jul 01, 2025
img
‘রামায়ণ’ এর শেষের দিনে চোখের জল আটকালেন না রণবীর! Jul 01, 2025
img
আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু Jul 01, 2025
img
স্বৈরাচার পতনে যাতে ১৬ বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ করছি : প্রধান উপদেষ্টা Jul 01, 2025