ঢাকা-১৮ উপনির্বাচনে লড়বেন ভিপি নুর

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। নুরুল হক নুর বলেছেন, আমাদের নেতাকর্মীদের মধ্যে এটা (নির্বাচন) নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে। সেখানে অনেকেই ইতিবাচক মতামত দিয়েছেন। তবে এখনই সব চুড়ান্ত হয়নি।

শুক্রবার রাতে গণমাধ্যমকে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় ভিপি নুর বলেন, আমরা মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছি। আমরা একটা রাজনৈতিক দল করবো, যার স্লোগান হবে- ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’।

নুর আরও বলেন, আমি মনে করি, জনগণ দীর্ঘদিন থেকে প্রকৃতপক্ষে ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে গ্রহণযোগ্য নির্বাচন দরকার।

ডাকসু ভিপি বলেন, নির্বাচনে অংশ নেয়ার একটাই লক্ষ্য, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়া। ভোট চোরদের রুখতে এখন থেকে ভোটকেন্দ্র থেকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই ভাবনা থেকেই আমরা ঢাকার দুটি আসন (ঢাকা-৫ ও ঢাকা-১৮) উপ-নির্বাচনে অংশ নেয়ার চিন্তা করছি।

 

টাইমস/এসএন

Share this news on: