দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসিসহ সাতজনের বিরুদ্ধে অপহরণ মামলা

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসিসহ ৭ জনের বিরুদ্ধে চাকরিজীবী এক নারীকে অপহরণের অভিযোগে মামলা হয়েছে। মামলার আসামিরা হলেন- কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন (৫৫), ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তুহিন রেজা (৪০), রাহাত ওরফে ডাকাত রাহাত (৩৫), জি এম সারোয়ার (৫৫), দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) শাহাদাত হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) আশিকুজ্জামান ও অফিসার ইনচার্জ (ওসি) শাহ জামান। মামলায় আরও চার-পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বুধবার ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাবাসুম ইসলামের আদালতে এ মামলা করেন কেরানীগঞ্জের এক নারী। তিনি পার্লারে চাকরি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের মীরেরবাগে দুই কন্যাসন্তান নিয়ে তিনি বসবাস করেন। চলতি বছরের ৩০ জুন তিনি দক্ষিণ কেরানীগঞ্জে গণধর্ষণের শিকার হন। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৩) ধারায় একটি মামলা চলমান রয়েছে। গত ৫ জুলাই গণধর্ষণ মামলার এক নম্বর আসামি ইকবাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। গণধর্ষণ মামলার অপর আসামিরা তিন পুলিশের সহায়তা নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাকে ও সাক্ষীদের মামলা তুলে নেয়ার জন্য চাপ দেয়।

অভিযোগে আরও বলেন, ২১ জুলাই তাকে অস্ত্রের মুখে হত্যার হুমকি প্রদান করে তার দুই সন্তানকে রুমে তালাবদ্ধ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তিনি তাদের নগদ দশ হাজার টাকা দেন। বিষয়টি তিনি মোবাইলে তিন পুলিশ সদস্যকে জানান। এরপর তাকে মামলার আসামি ডাকাত রাহাতসহ আরও চার-পাঁচজন অপহরণ করে ইকবাল চেয়ারম্যানের তেলঘাটের অফিসে নিয়ে যায়। এরপর তারা তাকে একটি গাড়িতে তুলে পল্টন থানাধীন বিজয়নগর সাইমন স্কাইভিউ টাওয়ারের সাততলায় একটি কক্ষে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। ইকবাল চেয়ারম্যান, জি এম সারোয়ার ও তুহিন রেজাসহ অজ্ঞাতনামা কয়েকজন ওই রুমে প্রবেশ করে। তাদের শেখানো কথা তার মুখ দিয়ে বলিয়ে তা রেকর্ড করে নেয়। এরপর তাকে হুমকি দেয় ধর্ষণ মামলা তুলে না নিলে তার নামে ও সাক্ষীদের নামে অনেক মিথ্যা মামলা দেয়া হবে।

অভিযোগে বাদী বলেন, ২৩ জুলাই ইকবাল চেয়ারম্যান, তুহিন রেজা ও জি এম সারোয়ারের হুকুমে রাহাত ডাকাত তাকে আবারও অপহরণ করে নিয়ে যায়। তিনি মামলার আসামি তিন পুলিশকে অবগত করেন। পুলিশ তাকে নিরাপত্তা না দিয়ে উল্টো তাদের সাথে চলে যেতে বলেন। এরপর তারা তাকে নজরুল ইসলাম সরণির আক্রাম টাওয়ারের লিফটের সাততলার একটি রুমে বসায়। তারপর সেখান থেকে নিয়ে রমনা থানা এলাকার একটি মদের বারে নিয়ে বসায়। ইকবাল চেয়ারম্যান, তুহিন রেজা ও জি এম সারোয়ার তাকে বলে ২৬ জুলাই কোর্টে গিয়ে ২২ ধারায় জবানবন্দি দিতে নয়তো অবৈধ মাদকদ্রব্য দিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবে। এরপর তারা তিন পুলিশকে তাকে ২২ ধারায় জবানবন্দি করোনার কথা বলে শর্তসাপেক্ষে মুক্তি দেয়।

অভিযোগে বাদী আরও বলেন, ২৬ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা শাহাদাত হোসেন তার বাসায় এসে রাহাত ডাকাতসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনের হাতে তুলে দিয়ে বলে যে, ‘ওকে কোর্টে নিয়া যাবি। ও যেন পালাতে না পারে।’ এরপর কড়া পাহারার মধ্যে তাকে কোর্টে নিয়ে সাত-আটটি কাগজে স্বাক্ষর নেয়। মামলার তদন্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বেলা ১২টার দিকে কোর্টে এসে তাকে বলে যে, ‘যদি চালাকি করিস তবে তোর মেয়ে দুটোকে জীবনের তরে হারাতে হবে। ইকবাল চেয়ারম্যানের লোক দিয়ে তোর মেয়েদের হত্যা করে ফেলব।’ তিনি নিরুপায় হয়ে তাদের শেখানো কথা আদালতের কাছে বলেন। এরপর মামলা তদন্ত কর্মকর্তা তাকে গেন্ডারিয়া ফাঁড়িতে নিয়ে বেশকিছু কাগজপত্রে স্বাক্ষর নিয়ে বাসায় পাঠিয়ে দেয়।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
টেলিকম নীতির সংশোধন চেয়ে বিটিআরসির সামনে আইএসপিদের অবস্থান Nov 03, 2025
img
পাটওয়ারী হয়ত টাকা খেয়ে কোনো এজেন্ডা নিয়ে কাজ করছে: নয়ন Nov 03, 2025
img
আরপিও সংশোধনীতে আপত্তি জানিয়ে সিইসিকে ১২ দলের চিঠি Nov 03, 2025
দুটি গুরুত্বপূর্ণ নিয়ামত | ইসলামিক টিপস Nov 03, 2025
ওর চিৎকার কান্নাতে আমি না অথর্ব হয়ে গেছি: ডলি জহুর Nov 03, 2025
ঘরের মাঠে প্রথমবারের মতো নারী ক্রিকেট শিরোপা জয় Nov 03, 2025
কেন আজকে বিএনপির বিরুদ্ধে চলে গেলেন? Nov 03, 2025
বড় পরিবর্তন বিএনপির ওয়েবসাইটে, দেওয়া যাবে অনুদানও Nov 03, 2025
জাতীয় নির্বাচন উপলক্ষে যেভাবে প্রশিক্ষণ দেয়া হলো আনসার সদস্যদের Nov 03, 2025
বাংলাদেশের নির্বাচন নিয়ে ভিন্ন সুর: ‘অন্তর্ভুক্তিমূলক’ ভোটের কথা বলছে ভারত Nov 03, 2025
বিনাপ্রতিদ্বন্দিতায় বাজুসের নতুপরিচালনা পর্ষদ ঘোষণা Nov 03, 2025
মেট্রোরেলের প্যাড পড়ে নিহতের স্ত্রী পাচ্ছেন চাকরিতে পদোন্নতি! Nov 03, 2025
img
১৬ দিনের বিদেশ সফর শেষে কাল দেশে ফিরছেন জামায়াত আমির Nov 03, 2025
img
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র জেবা তাহসিনের পদত্যাগ Nov 03, 2025
img
এবার জেলখানার আসামিরাও ভোট দিতে পারবেন : সিইসি Nov 03, 2025
img
রাজনৈতিক দলগুলোকে সংকীর্ণতা পরিহারের আহ্বান সাদিক কায়েমের Nov 03, 2025
img
শৈশবে ছেলেদের সঙ্গে খেলত রেণুকা : মা সুনীতা Nov 03, 2025
img
বিশ্বচ্যাম্পিয়ন নারীদের আইসিসির চেয়েও বড় পুরস্কার দিচ্ছে বিসিসিআই Nov 03, 2025
img
তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থী হওয়া নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প Nov 03, 2025
img
বেলজিয়ামের বিমানঘাঁটিতে ড্রোন নজরদারি, প্রতিরক্ষামন্ত্রীর সতর্কবার্তা Nov 03, 2025