করোনায় চিকিৎসা দিতে সক্ষম বিশ্ববিদ্যালয় ছাত্রীদের রোবট!

রোগীদের সেবা দেয়ার জন্য রোবট তৈরি করে চমক দেখিয়েছেন গণ বিশ্ববিদ্যালয়ের ৪ ছাত্রী। কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শেষ বর্ষের ওই ৪ ছাত্রীর রোবট রোগীর শরীরের তাপমাত্রা পরিমাপ থেকে শুরু করে তার সব ধরনের তথ্য ডাক্তারকে দিতে সক্ষম। সে অনুযায়ী চিকিৎসা দেয়া সম্ভব হবে। বর্তমানে রোবটটির ডেভেলপিংয়ের কাজ চলছে। একজন নার্সের কাজ সূচারুভাবে পালনে সক্ষম ওই রোবট করোনা রোগীর চিকিৎসা দিতেও সক্ষম হবে বলে জানা গেছে। পাশাপাশি এটি অফিসে রিসিপশনিস্টের কাজও করতে পারবে। রোবটটি উদ্ভাবন করেছেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের শেষ বর্ষের ৪ জন নারী শিক্ষার্থী।

বিভাগীয় প্রজেক্টের অংশ হিসেবে প্রায় ৪০ হাজার টাকা ব্যয়ে এটির কাজ সম্পন্ন হয়। সিএসইর বিভাগীয় প্রধান এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীরা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। রোবটটির নাম দেয়া হয়েছে এ্যাভওয়ার (ABHWR), যেটির পূর্ণ রূপ ‘Advanced Biopola Humanoid Walking Robot’. সাড়া জাগানো এই উদ্ভাবনে অংশ নেয়া শিক্ষার্থীরা হলেন দলনেতা দূর্গা প্রামানিক, মৌসুমি কণা, সুমনা আক্তার ও আফরিন আহমেদ বৃষ্টি।

রোবটটির বিশেষত্ব সম্পর্কে তারা জানান, নার্সের কাজ ছাড়াও যেকোনো অফিসে এটি রিসেপশনিস্ট হিসেবে কাজ করতে পারবে। একইসাথে অনলাইনে বিভিন্ন কাজেও সক্ষম রোবটটি। এর সাথে ব্লুটুথ সংযোগ থাকায় অফলাইনেও কাজ করতে পারবে এটি। এছাড়া হাঁটা-চলা ও কথা বলতেও সক্ষম বিশেষ এই উদ্ভাবনটি।

সংশ্লিষ্টরা জানান, চলতি বছরের ২৫ জানুয়ারি ক্যাম্পাস সংলগ্ন নিরিবিলিতে একটি পরীক্ষাগারে এর কাজ শুরু হয়। করোনাজনিত কারণে ৩ মাস বিলম্বের পর চলতি মাসের ৯ তারিখে কাজ সম্পন্ন হয়। এরপর বেশকিছু প্রক্রিয়া শেষে ২১ সেপ্টেম্বর এটি নিজ বিভাগে উন্মুক্ত করা হয়। পুরো কাজটি সম্পন্ন করতে সুপারভাইজার হিসেবে নিযুক্ত ছিলেন সিএসই বিভাগের শিক্ষক শেলিয়া রহমান। কো-সুপারভাইজার হিসেবে কাজ করেন একই বিভাগের শিক্ষক রোয়িনা আফরোজ অ্যানি। এছাড়া প্রযুক্তিগত সহায়তা প্রদান করেন উজ্জ্বল সরকার, যিনি সাম্প্রতিককালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

রোবট উদ্ভাবনের বিষয়ে সিএসই বিভাগের প্রধান মো. করম নেওয়াজ বলেন, ‘ডিপার্টমেন্ট থেকে শেষ সেমিস্টারের শিক্ষার্থীদের বিভিন্ন প্রজেক্ট দেয়া হয়। সে অনুযায়ী এই ধরণের চমৎকার কাজগুলো শিক্ষার্থীদের কাছ থেকে উঠে আসে।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
রবিবার ৩ জেলায় সাধারণ ছুটি, সবমিলিয়ে ৪ দিন Apr 10, 2025
img
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় পোশাক জায়ান্ট ইন্ডিটেক্স Apr 10, 2025
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন হচ্ছে Apr 10, 2025
দুই বছর আগের প্রয়াত ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে পদায়ন Apr 10, 2025
৯০ দিনের জন্য বাংলাদেশের পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প Apr 10, 2025
নির্বাচনের রোডম্যাপ জানতে ১৬ই এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছে বিএনপি Apr 10, 2025
ভিসা চালু ও আমদানী-রপ্তানি বৃদ্ধির ইঙ্গিত দিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার Apr 10, 2025
বাংলাদেশে ৪৫ বছরে যা করেছেন কিহাক সাং Apr 10, 2025
img
পরিবেশ উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর বৈঠক Apr 10, 2025
বাংলাদেশে পরীক্ষামূলকভাবে প্রথমবার স্টারলিঙ্ক ব্যবহার কেমন ছিলো? Apr 10, 2025