এবার মাধ্যমিকের বার্ষিক পরীক্ষাও বাতিল

অবশেষে এবছরের মাধ্যমিক স্তরের সব শ্রেণির বার্ষিক পরীক্ষা বাতিল করে দিয়েছে সরকার। করোনা মহামারীর কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন একথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, বার্ষিক পরীক্ষা বাতিল করে ৩০ কর্মদিবসের জন্য একটি বিশেষ পাঠ্যসূচি তৈরি করা হয়েছে। এই পাঠ্যসূচীর ভিত্তিতে প্রতি সপ্তাহে বাড়িতে বসেই অ্যাসাইনমেন্ট করবে শিক্ষার্থীরা। ওই অ্যাসাইনমেন্ট প্রতি সপ্তাহে জমা নিবে বিদ্যালয় কর্তৃপক্ষ।

শিক্ষামন্ত্রী আরও বলেন, করোনা পরিস্থিতিতে কোনো পরীক্ষা নেয়া আর সম্ভব নয়। শিক্ষার্থীদের অ্যাসাইমেন্ট মূল্যায়ন করে পরবর্তি ক্লাসে উত্তীর্ণ করা হবে। তবে কোনো শিক্ষার্থীকে অনুত্তীর্ণ রাখা হবে না।

ডা. দীপু মনি বলেন, এই মূল্যায়নটার মাধ্যমে যেন কোনো চাপ সৃষ্টি করা না হয়। এটা কোনো পরীক্ষার অংশ নয়। আমরা শুধু শিক্ষার্থীদের বর্তমান মানসিক ও বাড়িতে পাঠ্যাভ্যাসের অবস্থা বুঝার জন্য অ্যাসাইনমেন্ট পদ্ধতি হাতে নিয়েছি। এটাতে কঠোরতা আরোপ করারও কোনো সুযোগ নেই।

 

টাইমস/এসএন

Share this news on: