ভূয়া ছবি শনাক্তের নতুন প্রযুক্তি

তথ্য-প্রযুক্তির উৎকর্ষতার যুগে ভূয়া সংবাদ বা ছবির কারণে অনেকে অনেক সময় নানাবিধ বিড়ম্বনায় পড়েন। কারণ অ্যাডোব ফটোশপ কিংবা অন্য কোনো ছবি সম্পাদনা সফ্টওয়ারে সম্পাদিত ছবি আসল নাকি নকল, তা খালি চোখে ধরা সহজ নয়। এর ফলে অনেকেই সামাজিক মর্যাদাহানীর শিকার হন। আবার ভূয়া ছবির ওপর ভিত্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ধরণের ভূয়া সংবাদ।

এই সমস্যার সমাধানে দীর্ঘদিন ধরেই চেষ্টা করে আসছে বিভিন্ন দেশের সরকার ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এবার সেই প্রচেষ্টার সফলতার মুকুটে আরেকটি পালক যোগ করলো অ্যাডোব ফোটোশপের নতুন প্রযুক্তি।

অ্যাডোব ফোটোশপেযুক্ত নতুন এই টুলসের মাধ্যমে সহজেই সম্পাদিত ছবির আসল-নকল শনাক্ত করা সম্ভব হবে। গত সপ্তাহে নতুন এই প্রযুক্তির পরীক্ষামূলক ভার্সনটি বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

এই ফিচারটি ব্যবহারের মধ্য দিয়ে ব্যবহারকারীরা একটি ছবির মেটাডাটা সম্পর্কে জানতে পারবেন। অর্থাৎ এর মাধ্যমে ছবিটি সম্পাদনার ইতিহাস, কে এটি সম্পাদনা করেছেন, কোথায় এবং কীভাবে সম্পাদনা করা হয়েছে, মূল ছবির থাম্বনাইল প্রভৃতি অনেক তথ্যই জানা সম্ভব হবে।

এ বিষয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানটির জেনারেল কাউন্সিল ডানা রাও বলেন, ‘আপনার কাছে যদি এমন কিছু থাকে যা আপনি মানুষকে বিশ্বাস করাতে চাইছেন, তাহলে এই প্রযু্ক্তিটি আপনাকে সেক্ষেত্রে সহায়তা করবে।’

তবে এই পযুক্তির একটি সীমাবদ্ধতা রয়েছে তা হলো, শুধুমাত্র অ্যাডোব ফটোশপে সম্পাদনা করা ছবি থেকেই পূর্ণাঙ্গ তথ্য এর মাধ্যমে পাওয়া যাবে। তবে আশার কথা হলো প্রায় ৯০ শতাংশ ছবিই অ্যাডোব ফটোশপে সম্পাদনা করা হয়। অ্যাডোবি কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, প্রতিষ্ঠানটির সম্পাদনা সফ্টওয়ারটির প্রায় ২৩ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে।

এর মধ্য দিয়ে ভূয়া ছবির বিরম্বনা থেকে কিছুটা হলেও রেহায় মিলবে বলে আশা করছেন তথ্য-প্রযুক্তির সাথে যুক্ত বিভিন্ন মহল। তথ্যসূত্র: সিএনএন

 

টাইমস/এনজে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শচীন কন্যা সারা এখন ক্রিকেট দলের মালিক Apr 03, 2025
img
সাইফ একটা রাতও আমার সঙ্গে কাটায়নি: কারিনা Apr 03, 2025
img
ইরানে মার্কিন হামলার হুমকি অগ্রহণযোগ্য : রাশিয়া Apr 03, 2025
img
মুম্বাইয়ে জনসমুদ্রের মুখে বিপাকে রণবীর, উদ্ধার করল পুলিশ Apr 03, 2025
img
শুটিংয়ের কাজে কেনা কাপড় দিয়েই ঈদ কাটতো: কুসুম শিকদার Apr 03, 2025
img
যুক্তরাষ্ট্র ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পর্যবেক্ষণে রাখবে Apr 03, 2025
img
এসএসসি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই : শিক্ষাবোর্ড Apr 03, 2025
img
ওসির বিরুদ্ধে সংবাদকর্মীদের অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নিতে বললেন ফখরুল Apr 03, 2025
img
এবার নাচ নয়, শুধু ‘টাচ’, উর্বশীর ঘোষণা Apr 03, 2025
img
সালমান খানকে নকল করে সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট, গ্রেফতার করে পেটাল পুলিশ Apr 03, 2025