স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

করোনাভাইরাসের কারণে স্থগিত করা পরীক্ষা ফের গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এক্ষেত্রে সম্পূর্ণরূপে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হবে বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরে স্থগিত পরীক্ষাসহ সম্মান শেষ বর্ষের পরীক্ষা গ্রহণের দাবি জানিয়ে আসছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই দাবিতে তারা প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করার পাশাপাশি কয়েক দফা মানববন্ধন আয়োজন করে।

অবশেষে রোববার (১৫ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় স্থগিত পরীক্ষা গ্রহণের এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মনিরুল হাসান বলেন, ‘একাডেমিক কাউন্সিল নীতিগতভাবে পরীক্ষা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষার তারিখের ব্যাপারে বিভাগের চেয়ারম্যানরা আলোচনা করে পরীক্ষার তারিখ ও রুটিন ঘোষণা করবেন।’

 

টাইমস/নওশাদ/এনজে/এসএন

Share this news on: