রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারের সঙ্গে আলোচনা চলছে : পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার কবে নাগাদ রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত নিয়ে যাবে তা বলা মুশকিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

রোববার (১০ জানুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিয়ে যাওয়ার বিষয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা চলছে। তিনি আশা প্রকাশ করেন রোহিঙ্গাদের তারা নিয়ে যাবে।

তিনি বলেন, উপযুক্ত পরিবেশ তৈরি করে মিয়ানমার আমাদের তাদের নিয়ে যাওয়ার কথা বললেও সাড়ে তিন বছর একজন রোহিঙ্গাও ফেরত যায়নি। কারণ তাদের মধ্যে আন্তরিকতার অভাব। যা অত্যন্ত দুঃখজনক। অভিযোগ করেন মিয়ানমার বারবার নানা অজুহাতে আলোচনা পিছিয়েছে।

রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ পৃথিবীতে মডেল সৃষ্টি করেছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যারা একাই ১১ লাখ শরণার্থী আশ্রয় দিয়েছে।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: