অন্ধকার পথ ছেড়ে সুন্দর জীবনের পথে আসুন : জঙ্গিদের উদ্দেশ্যে আইজিপি

যারা এখনও জঙ্গিবাদের মতো ভুল পথে আছে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। জঙ্গিদের উদ্দেশে তিনি বলেছেন, যারা এ পথে আছে তারা পরিবার-সমাজ থেকে বিচ্ছিন্ন। যে কোন সময় প্রাণ যাওয়ার আশঙ্কা আছে। এই অন্ধকার জগত নিজেকে, পরিবারকে ও রাষ্ট্রকে বিপদে ফেলতে পারে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর র‌্যাব সদর দপ্তরে ৯ জঙ্গির আত্মসমর্পণ উপলক্ষে ‘নব দিগন্তের পথে’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আত্মসমর্পণ করা জঙ্গিদের মধ্যে ছয়জন জেএমবির ও তিনজন আনসার আল ইসলামের সদস্য ছিলেন। যারা সমাজের মূলধারায় ফিরে এসেছে তাদের অভিনন্দন জানান পুলিশ প্রধান।

এসময় আইজিপি বলেন, ৯ জনের মধ্যে আট জনই তাদের পরিবারের কাছে ফেরত যাবেন। একজনকে আইনের কাছে সোপর্দ করা হবে। আইনি কার্যক্রমের মাধ্যমে পরবর্তীতে পরিবারের কাছে ফেরত যাবেন তিনি।

ড. বেনজীর আহমেদ আরও বলেন, বাংলাদেশ বারবার জঙ্গিবাদে আক্রান্ত হয়েছে। তবে এর কোনোটাই বাংলাদেশ থেকে সৃষ্টি হয়নি। এখনও যারা এ ধরনের কাজে জড়িত আছে, তাদের প্রতি নজরদারি অব্যাহত আছে। ১০০ ভাগ না হলেও অন্তত ৯০ ভাগেরও বেশি ঘটনা শুরুতেই বিনষ্ট করতে সক্ষম হওয়ার দাবি করেন তিনি।

ড. বেনজীর আহমেদ হুশিয়ার করেন, জঙ্গিবাদের বিরুদ্ধে আভিযানিক কার্যক্রম আরও বেগবান করা হবে। কোথাও জঙ্গিরা টিকে থাকতে পারবে না। এসময় পলাতক জঙ্গীদের আত্মসমর্পণ করার তাগিদ দেন তিনি।

 

টাইমস/এসজে/এসএন

Share this news on: